নিজস্ব প্রতিবেদক, রাজারহাট: ওয়ার্ডের গর্ভবতী মায়েদের কথা ভেবে মাদার্স হরলিক্স, ফল বিতরণ করলেন বিধাননগর পুরনিগমের ১২ নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর আজিজুল হোসেন মন্ডল। শনিবার আটঘরা ন'পাড়া ওয়ার্ড অফিস সংলগ্ন সন্ধ্যাকালীন কর্মসূচিতে ওয়ার্ডের শতাধিক মহিলাকে বিশেষ ওই সংবর্ধনা প্রদান করেন তিনি। কর্মসূচির পোষাকি নামকরণ, 'কিছুক্ষণ ভাবী মায়েদের সাথে, সন্তান সহ তাঁরা থাকেন যেন দুধে-মুখে'। মানবিক এই কর্মকাণ্ড ভাবনার বিষয়ে আজিজুল নিজেই পরিষ্কার করলেন।
এদিন সামাজিক এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজারহাট-নিউটাউনের বিধায়ক তাপস চ্যাটার্জী, বিশিষ্ট সমাজসেবী আরিত্রিকা ভট্টাচার্য। বিধায়ক তাঁর বক্তব্য দিতে গিয়ে বলেন, 'মায়েদের নিয়ে সংবর্ধনার এই অনুষ্ঠান আমার জীবনে শ্রেষ্ঠ দিন। মনে হচ্ছে আমি আমার মা, মেয়েকে সম্মান জানাচ্ছি। আসলে মায়ের কোন বিকল্প হয় না। আজিজুল পিতার দায়িত্ব পালন করল'। এরপরই মানবিক তাপস বলেন, 'মায়েদের সন্তান প্রসব যদি নারায়ণপুর মাতৃসদন ও দেশবন্ধুনগর হাসপাতালে হয়, তাহলে তাঁর চিকিৎসা পরিষেবার খরচ বহন করবেন বিধায়কই'। এরই মাসখানেক আগে শিশুদের পুষ্টির ভেবে, 'দুধে ফলে ভালো থেকো' পৃথক আরও দুটি সামাজিক কর্মসূচির মাধ্যমে ওয়ার্ডের শিশুদের দুধ, ফল, খাতা, পেনসিল, মাস্ক বিলি করেন আজিজুল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct