বিশেষ প্রতিবেদক, মালদা: গত ৩ বছর আগে অবসরগ্রণের সময় পড়ুয়াদের কথা দিয়েছিলেন রাষ্ট্রপতি ও শিক্ষারত্ন পুরস্কারপ্রাপ্ত শিক্ষক মুহাম্মদ এজাজুল হক, প্রতি বছর তিনি হাই মাদ্রাসা, উচ্চ মাধ্যমিকের সর্বোচ্চ নম্বর প্রাপক এবং বাংলায় সর্বোচ্চ নম্বর প্রাপককে বৃত্তি প্রদান করবেন। টানা ৩ বছর ধরে কথা রেখে চলছেন তিনি। গত বছর সহ চলতি শিক্ষাবর্ষের সংবর্ধনা ও বৃত্তি প্রদান করলেন শনিবার। এদিন নয়মৌজা সুবহানিয়া হাই মাদ্রাসায় এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে নতুন উত্তীর্ণ সহ মোট ৯ জনকে সংবর্ধনা দেওয়া হয়। দুবচল মিরিযে মোট দশ ১০ হাজার টাকা করে স্কলারশিপ কৃতীদের মধ্যে দেওয়া হয়। নতুন-সহ পুরনোরাও প্রতি বছর এই স্কলরশিপ পেতে থাকবেন। ২০১৮ সালে সুজাপুরের নয়মৌজা সুবহানিয়া হাই মাদ্রাসা থেকে অবসর গ্রহণ করেন এজাজুল। রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষকের বাবা প্রয়াত শ্রদ্ধেয় আবদুর রহিম সেখের স্মৃতিতে এই বৃত্তি দিয়ে আসছেন তিনি।
এদিন এজাজুল হক ছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক মোহা. আদিল হোসেন, সহকারী প্রধান শিক্ষক মোহা ফরিদুর রহমান সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকাগন। সভা পরিচালনা করেন শিক্ষক আবুল বরকত। ছিমছাম হলেও অনুষ্ঠানটি সকলের নজর কাড়ে। বহুগুনের অধিকারী শিক্ষক এজাজুল হকের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন অনুষ্ঠানে হাজির শিক্ষক-শিক্ষিকারা। এজাজুল হক জানান, ‘অবসরগ্রহনে ঘোষণা করেছিলাম ছাত্রছাত্রীদের স্কলারশিপ প্রদানের মাধ্যমে অনুপ্রেরনা প্রদানই উদ্দেশ্য। তারপর ৩ বছর টানা এই স্কলারশিপ দিয়ে আসছি। আমৃত্যু আমি তা দিয়ে যাব।’ এবছর হাই মাদ্রাসায় রাজ্যে শীর্ষ স্থান অধিকারী সাদিয়া সিদ্দিকা সহ অন্যান্য কৃতীদেরওে বৃত্তি দেওয়া হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct