মঞ্জুর মোল্লা, নদিয়া: কান ধরে উঠ বস, সঙ্গে মুখে বলতে হচ্ছে ‘মাস্ক ছাড়া আর বাইরে বেরোবো না’। আইন ভঙ্গকারীদের শিক্ষা দিতে শুধু গ্রেপ্তার নয়,ভরা রাস্তার মাঝেই করানো হলো কান ধরে উঠবস। তত্ত্বাবধানে নদীয়ায় রানাঘাট মহকুমা শাসক রানা কর্মকার। করোনা সংক্রমণের হাত থেকে রক্ষা পেতে এবং তৃতীয় ঢেউ যাতে মারাত্মকভাবে প্রভাব ফেলতে না পারে সেই উদ্দেশ্যেই রাজ্য সরকার নাইট কারফিউ জারি করেছে। রাত নটার পর সব দোকান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে এবং অপ্রয়োজনে যেন কেউ বাইরে না বের হয় তার নির্দেশ দেওয়া হয়েছে।
রাতে মহকুমার শাসক রানা কর্মকার ও রানাঘাট জেলা পুলিশের এসডিপিও প্রবীর মন্ডল উপস্থিতিতে পথে নামে শান্তিপুর থানার প্রশাসন। সঙ্গে ছিলেন শান্তিপুর ব্লকের বিডিও প্রণয় মুখার্জি। রাত নয়টার পর যে সমস্ত দোকান খোলা ছিল সেগুলো বন্ধের নির্দেশ দেন তিনি। শুধু তাই নয় যারা অপ্রয়োজনে মাস্ক ছাড়া রাস্তায় বেরিয়ে ছিলেন তাদের কান ধরে উঠবস এবং মুখে বলতে হয়েছে মাস্ক ছাড়া আর বাইরে বেরোবো না। এদিন রাস্তায় পথ চলতি বেশ কয়েকজনক ব্যক্তিকে আটক করে শান্তিপুর থানার পুলিশ। অন্যদিকে কল্যাণীতে নাইট কারফউ বন্ধের নির্দেশ দিতে রাস্তায় কল্যাণী পুলিশ প্রশাসন বেশ কয়েকজনকে আটক করে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct