মোল্লা মুয়াজ ইসলাম, বর্ধমান: প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ বছর এমএসসি জিওগ্রাফিতে বর্ধমানের মকবুলকে প্রথম শ্রেণিতে প্রথম ঘোষণা করেছে। ছোটবেলা থেকে খুবই মেধাবী ছাত্র মকবুল রায়নার পৈতৃক গ্রাম জোতসাদী প্রাইমারি স্কুলে প্রাথমিকে পড়াশুনা করেন। তারপর বর্ধমান শহরের সিএমএস হাই স্কুল থেকে মাধ্যমিকে ৮৪ শতাংশ নম্বর এবং উচ্চমাধ্যমিকে ৯৩ শতাংশর বেশি নাম্বার পেয়ে বর্ধমানের ঐতিহ্য মন্ডিত রাজ কলেজে ভর্তি হন। রাজ কলেজ থেকে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে বি এ জিওগ্রাফিতে প্রথম েশ্রণিতে প্রথম হন। বর্তমানে তার পরিবার বর্ধমান শহরের নজরুল পল্লীতে বসবাস করেন।
ছোট বেলা থেকে গৃহবধূ মা সেফুনা বেগমের কাছ থেকে পড়াশুনার পাঠ নিয়ে ভীত মজবুত করেন। বাবা রাজ কলেজের অধ্যাপক ড. ইন্তেখাব আলম বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকেও প্রথম শ্রেণিতে প্রথম হয়েছিলেন। মকবুলের দাদাও কলেজের শিক্ষক। পাঁচ ওয়াক্ত নামাজি মিতভাষী সরল জীবন যাপনে অভ্যস্ত মকবুলের আদৰ্শ নবী হজরত মুহাম্মদ সা.। মকবুল তার সাফল্যের পিছনে মা বাবা দাদা ও শিক্ষকদের অবদানের কথা বলেন। তার এই সাফল্যে পরিবার আত্মী স্বজন প্রতিবেশী সহ বর্ধমান বাসী আনন্দে উৎফুল্ল।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct