নিজস্ব প্রতিবেদক, নিউটাউন: প্রাকৃতিক দুর্যোগের কবলে ক্ষতিগ্রস্ত রাজারহাট-নিউটাউন বিধানসভার বড় একটি অংশ। জমা জলে বিপাকে রাজারহাট চাঁদপুর, জ্যাংড়া হাতিয়াড়া-সহ বিধানসভার নানান স্থানের বাসিন্দারা। জমা জল যন্ত্রনায় দুর্ভোগে রয়েছেন চাঁদপুর গ্রাম পঞ্চায়েতের কাদা, হুদারআইট, বাগু, সরদারপাড়া, বগডোবা, নোয়াবাদের একাংশ বাসিন্দারা। তাই এই দুর্যোগ পরিস্থিতি মোকাবেলার জন্য পূর্ব নির্ধারিত রক্তদান কর্মসূচি বাতিল করে দুর্গতদের পাশে দাঁড়ালেন চাঁদপুর অঞ্চলের তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব তথা রাজারহাট পঞ্চায়েত সমিতির প্রাক্তন সহকারি সভাপতি বাসুদেব নস্কর। শনিবার কাদা বারোয়ারি তলায় এক ত্রাণ ক্যাম্প চালিয়ে প্লাবিত মানুষদের খাদ্য সামগ্রী হিসাবে চাল, ডাল, আলু এবং ত্রিপল প্রদান করলেন বাসু।
করোনা পরিস্থিতি মাথায় রেখেও প্রদান হল মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার। এ বিষয়ে বাসুদেবের বক্তব্য, ‘নিম্নচাপের দুর্যোগ পরিস্থিতির মধ্যে রক্তদান শিবির হলে মানুষের কাছে খারাপ বার্তা পৌঁছাবে। তাই সম্মুখ সমস্যা মোকাবিলায় কিছু ত্রাণ সামগ্রী প্রদান করার চেষ্টা করলাম। এলাকার কমবেশি ৩০০ মানুষের হাতে ত্রাণ সামগ্রী পৌঁছান গেছে। এদিনের কর্মসূচিতে উপস্থিত হয়ে স্থানীয় বিধায়ক তাপস চ্যাটার্জি বলেন, ‘বাসুদেবের উদ্যোগ প্রশংসনীয়। আমি এই গ্রামের যেকোন কাজে থাকব’। এছাড়াও উপস্থিত ছিলেন, ওয়ার্ড কো-অর্ডিনেটর বিনু মন্ডল, ফুটবলার কল্যাণ লোধ, রবি মোল্লা, শাইনুর জমান প্রমুখ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct