কুতুবউদ্দিন মোল্লা, তিলপি: শুক্রবার প্রবল বৃষ্টির মধ্যেই জয়নগর ১নম্বর ব্লকের ধোসা চন্দনেশ্বর অঞ্চলের তিলপি গ্রামের জলমগ্ন এলাকাপরিদর্শনে যান বারুইপুর পূর্ব তৃণমূল কংগ্রেসের বিধায়ক বিভাস সরদার। এই বর্ষণের জেরে রাস্তাঘাট, পুকুর, খালবিল সব জলের তলায়।
সমস্ত মাছ ভর্তি পুকুর গুলি জলে সমান হয়ে পড়েছে। তবে এমন পরিস্থিতিতে রাস্তাঘাটে উঠে পড়ছে বড় বড় মাছ। সেই মাছ ধরতে নেমে পড়েছে মাছ পাগল মৎস্যজীবীরা। রুই ,কাতলা, ভেটকি, শোলমাছ ধরা পড়ছে মৎস্যজীবীদের জালে। তা পরিদর্শন করতে আসেন বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিভাস সরদার। আর এস তিলপী এলাকাতে মৎস্যজীবীদের সাথে মিশে গিয়ে জাল ফেলতে দেখা যায় বিধায়ক বিভাস সরদারকে। তিনি জানান, ছোট থেকে তিনি মাছপ্রিয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct