আপনজন ডেস্ক: রাজ্যের বিভিন্ন জায়গায় বিনামূল্যে করোনা ভ্যাকসিন নিতে ব্যাপক ভিড় লক্ষ্য করা যাচ্ছে। ভ্যাকসিন নিতে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়াতে দেখা যাচ্ছে বয়স্ক মানুষদেরও। এবার শহর কলকাতার আশি ঊর্ধ্ব বয়সিদের যাতে ভ্যাকসিন গ্রহণ কেন্দ্রে এসে ভ্যাকসিন নিতে না হয় তার জন্য ব্যবস্থা করল কলকাতা পুরসভা। শনিবার কলকাতা পুরসভার প্রশাসক ফিরহাদ হাকিম জানিয়েছেন, শহরের যেসব বাসিন্দাদের বয়স আশি বা তার বেশি তাদের ভ্যাকসিন কেন্দ্রে এসে টিকা নিতে হবে না। পুরসভার কর্মীরাই তাদের বাড়িতে গিয়ে টিকা দেওয়ার ব্যবস্থা করবেন। শুধু তাই নয়, এমন অনেক ব্যক্তি আছেন যাদের বয়স আশি নয় অথচ অসুস্থতার কারণে শয্যাশায়ী তাদেরকেও বাড়িতে গিয়ে করোনা ভ্যাকসিন দেওয়া হবে।
শহরবাসীর জন্য এই সুযোগ তাদেরকে দেওয়া হবে যাদের বাড়ির লোকজনের আগে থেকে যেন করোনা টিকা নেওয়া হয়ে থাকে। কারণ, পুরসভার কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে করোনা ভ্যাকসিন দিতে গেলে তারা যেন করোনা সংক্রমণের শিকার না হন।
ফিরহাদ হাকিম আরও জানিয়েছেন, কলকাতা পুরসভা এলাকার বিভিন্ন ভ্যাকসিন প্রদান কেন্দ্রে মঙ্গলবার থেকে ৩০০জন করে কোভ্যাকসিন দেওয়া হবে। প্রতি সপ্তাহে মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার এই কোভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করা হবে। তবে, যারা যে কেন্দ্র থেকে করোনার প্রথম ডোজ নিয়েছেন, সেখান থেকেই তাদেরকে দ্বিতীয় ডোজ নিতে হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct