অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট: গোপন সূত্রে খবর পেয়ে গাঁজা সহ দুই পাচারকারিকে গ্রেফতার করল পুলিশ। বুধবার রাতে নাকা চেকিং চলার সময় একজন পুরুষ ও একজন মহিলাকে আটক করা হয়। বৃহস্পতিবার ধৃতদের সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে আদালতে তোলা হয় পুলিশের তরফে।দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী থানার অন্তর্গত বুনিয়াদপুর এলাকার ঘটনা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, পতিরাম থেকে গাঁজা নিয়ে কলকাতার উদ্দেশে যাচ্ছিলেন দুই পাচারকারি। বালুরঘাট- কলকাতাগামী একটি বেসরকারি বাসে করে গাঁজা নিয়ে যাবার সময় গোপন সূত্রে খবর পেয়ে বংশীহারী থানার পুলিশ বুনিয়াদপুর বাস স্ট্যান্ডে হাজির হয়। রাত প্রায় ৯.৩০ মিনিট নাগাদ বাসটি বুনিয়াদপুরে পৌঁছালে পুলিশ কর্মীরা বাসে উঠে তল্লাশি শুরু করেন। তারা দুই প্যাকেট গাঁজা সহ এক মহিলা এবং এক পুরুষ পাচারকারিকে আটক করে থানায় নিয়ে আসে। পরে তাদের গ্রেফতার করা হয়। ধৃতরা হলেন রেখা ভুঁইমালি (৩৮), বাড়ি দক্ষিন দিনাজপুরের কুমারগঞ্জ থানা এলাকায়। অপরজন দীপক দাস(৪০), বাড়ি কোচবিহার জেলায়। তাদের কাছ থেকে পাওয়া গাঁজার পরিমান ১০ কেজি। যার আনুমানিক মূল্য প্রায় ৪০০০০ টাকা।
পাশাপাশি তাদের কাছ থেকে পাওয়া কিছু নগদ অর্থ এবং দুটি মোবাইল বাজেয়াপ্ত করেছে পুলিশ। বৃহস্পতিবার একটি সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে পুরো বিষয়টি তুলে ধরেন গঙ্গারামপুর মহকুমা পুলিশ আধিকারিক দীপ কুমার দাস।মহকুমা পুলিশ আধিকারিক ছাড়াও এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বংশাল থানার আইসি মনোজিৎ সরকার সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা।
এবিষয়ে গঙ্গারামপুর মহকুমা পুলিশ আধিকারিক দীপ কুমার দাস জানান, আমাদের কাছে খবরটা ছিল পতিরাম থেকে একজন মহিলা ও একজন পুরুষ গাঁজাসহ একটি বেসরকারী বাসে করে কলকাতার উদ্দেশ্যে যাচ্ছে।বাসটি বুনিয়াদপুর এসে পৌঁছালে
আমরা বাসটিতে তল্লাশি চালানো হয় এবং দুজনকে গাঁজাসহ আটক করা হয়। তাদের কাছ থেকে মোট ১০ কেজি ৬২০ গ্রাম গাঁজা পাওয়া গিয়েছে। এছাড়া দুটো মোবাইল এবং নগদ ২০১০ টাকা পাওয়া গেছে। যেটা প্রাথমিকভাবে তদন্তে উঠে এসেছে ধৃতরা কলকাতার উদ্দেশ্যে যাচ্ছিল। ধৃতদের আজ ৭ দিনের পুলিশি হেফাজত চেয়ে বালুরঘাট জেলা আদালতে পাঠানো হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct