সেখ রিয়াজউদ্দিন, বীরভূম: আজ বুধবার বীরভূম জেলা শাসক ও জেলা সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প আধিকারিকের নিকট কয়েক দফা দাবির ভিত্তিতে এ আই ইউ টি ইউ সি সংগঠনের ব্যানারে অঙ্গনওয়াড়ি কর্মীরা ডেপুটেশন প্রদান করেন। গণপরিবহন সচল রেখে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে রান্না করা গরম খাবার দেওয়ার সরকারি আদেশ জারি, কেন্দ্রগুলোতে স্যানিটাইজ করা, এসএন পির বরাদ্দ বৃদ্ধি, জ্বালানির বরাদ্দ বৃদ্ধি, শিশুদের ওজন মাপার যন্ত্র প্রদান, স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা ইত্যাদি দাবি জানিয়ে স্মারকলিপি দেওয়া হয় । সংগঠনের নেত্রী আয়েশা খাতুন বলেন এই সমস্ত দাবি দাওয়া পূরণ না হলে আগামী দিনে করোনার স্বাস্থ্যবিধি মেনে ব্লক থেকে জেলা সর্বস্তরে অবস্থান বিক্ষোভ সংগঠিত করা হবে।জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত অঙ্গনওয়াড়ি কর্মীবৃন্দ সিউড়ি জেলা স্কুল মাঠে জমায়েত হন, এরপর সুসজ্জিত রেলি ও দাবি দাওয়া সম্বলিত শ্লোগানের মাধ্যমে জেলা শাসকের দপ্তরের সামনে মিছিল করে যান। উপস্থিত অঙ্গনওয়ারী কর্মী ও সংগঠনের পক্ষ থেকে আয়শা খাতুন,সন্ধ্যা ধীবর, নন্দীতা মুখার্জী, সাইরা বানো প্রমুখ ব্লকের প্রতিনিধি হিসেবে পাঁচ জন প্রতিনিধি গিয়ে দাবি দাওয়া সম্বলিত স্মারকলিপি তুলে দেন। জেলা সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প আধিকারিক দাবিগুলি যত্ন সহকারে দেখার আশ্বাস দেন বলে সংগঠন সূত্রে জানা যায়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct