কুতুবউদ্দিন মোল্লা, ক্যানিং: বিগত ২০২০ সালে করোনার তান্ডবে বন্ধ ছিল ঘুটিয়ারি শরীফে গাজী বাবার মেলা। চলতি বছর ১৭ শ্রাবণ গাজী সাহেবের মেলা হবে কি হবে না সেই বিষয় নিয়ে এলাকার সমস্ত মানুষজন সহ প্রশাসনিক কর্তাব্যক্তিরা চিন্তায় ছিলেন। কি হবে সেই নিয়েই বুধবার ক্যানিং ১ বিডিও অফিসে বসেছিল প্রশাসনিক বৈঠক। বৈঠকে একাধিক প্রশাসনিক কর্ত্যাব্যক্তি সহ এলাকার বিশিষ্টরা এবং মাজার কমিটির সকল সদস্যরা উপস্থিত ছিলেন। আগামী দিনে করোনার তৃতীয় ঢেউ আছেরে পড়তে চলেছে মহামারী আকারে।মেলা অনুষ্ঠিত হলে লক্ষ লক্ষ মানুষের সমাগম হবে। ফলে করোনা মহামারী আরো বিশাল আকারে ছড়িয়ে পড়বে। আর সেই কারণেই বৈঠকে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয় গাজী সাহেবের মেলা অনুষ্ঠিত হবে না।
ফলে চলতি বছরে ঘুটিয়ারীশরীফে গাজীবাবার মেলা অনুষ্ঠিত হচ্ছে না বলে সিদ্ধান্ত নেয়।এদিন বৈঠকে উপস্থিত ছিলেন ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাস,জেলাপরিষদ সদস্য শৈবাল লাহিড়ী, ক্যানিং ১ বিডিও শুভঙ্কর দাস,ক্যানিং-ভাঙর,জীবনতল-ঘুটিয়ারীশরীফ ফাঁড়ির আইসি, ওসি, জিআরপি, আরপিএফ আধিকারীক সহ বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রজিত বসু,ক্যানিং মহকুমা পুলিশ আধিকারীক গোবিন্দ শিকদার ও স্থানীয় পঞ্চায়েত প্রধান উপপ্রধানরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct