কুতুবউদ্দিন মোল্লা, জয়নগর: নিন্মচাপের জের মঙ্গলবার গভীর রাত থেকে শুরু হয়েছে প্রবল বর্ষণ। জয়নগর ১ নম্বর ব্লকের ধোসা চন্দনেশ্বর অঞ্চলের তিলপি, শ্যামনগর এলাকায় বিঘের পর বিঘে জমি জলের ডুবে চলে গিয়েছে। ফলে ধান চাষে ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন তিলপী এলাকার কৃষকরা। তবে হঠাৎ করে বৃষ্টি হওয়াতে।চিন্তার মধ্যে পড়েছে কৃষকেরা।
এদিন তিলপি এলাকায় দেখা যায় ধান জমি উপর দিয়ে জল বয়ে যাচ্ছে। সমস্ত ধান জলের তলায় চলে গিয়েছে। ধান গাছ গুলো পৌঁছে যেতে চলেছে। বিশেষ করে জল সঠিক টাইমে পার না হলে। জমে থাকলে আরো বেশি ক্ষতি হবে। তার জন্য পিয়ালী নদী সেই জল পার করতে হলে। ধান জমি জল পিয়ালী নদী পার করতে হবে। আর করলেও নদীর জল চাপ থাকায় জল পার করানো যাচ্ছে না তাতে বিশেষ করে চিন্তার মধ্যে পড়ছে কৃষকরা। চাষিদের মধ্যে প্রায় প্রত্যেকেই কমবেশি টাকা চড়া সুদে ঋণ নিয়ে চাষের কাজে নেমেছেন। বলে জানাচ্ছেন কৃষক জাহাঙ্গীর মোল্লা কাশীনাথ শিকারি। ফলে বেশিরভাগ জমি জলমগ্ন হওয়ায় চাষিরা সরকারের মুখ চেয়ে বসে আছেন। তাঁদের মতে সরকার যদি ক্ষতিপূরণ দেয়।তাহলে তাঁরা কিছুটা হলেও দেনা শোধ করতে পারবেন।তিলপি কৃষক মেহের আলী মোল্লা বলেন। প্রচন্ড বৃষ্টি হওয়াতে জেরে ধান জমিতে জল জমে গিয়েছে।তিনি আরও বলেন। সাত বিঘা জমিতে ধান চাষ করেছিলাম । সাত বিঘা জমির ধান জলের তলায়। মুষলধারে বৃষ্টি আসায় মাঠের পর মাঠ জলে ডুবে গিয়েছে।সরকারি কোনও অনুদান পাওয়া গেলে বেঁচে যাই। কেননা সুদে টাকা ধার নিয়ে চাষ করেছি। এই টাকা কিভাবে শোধ করব তা ভেবে পাচ্ছিনা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct