এহসানুল হক, হিঙ্গলগঞ্জ: দুই মিনিটের টর্নেডোয় তছনছ হয়ে গেল শতাধিক বাড়ি।এমনি ঘটনা ঘটল বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ সাহাপুর মোড় সংলগ্ন এলাকায়। মঙ্গলবার রাত আটটা নাগাদ হঠাৎ দু'মিনিটের টর্নেডো ঝড়ের ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় শতাধিক বাড়ি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় একশোর বেশি বাড়ি ভেঙে গিয়েছে। প্রচুর গাছের ডালপালা ভেঙে পড়ে রাস্তায় পড়ে আছে, ফলে যান চলাচল ব্যাহত হয়েছে। মোবাইল ফোনের টাওয়ার যন্ত্রাংশ ও বৈদ্যুতিক খুঁটি ভেঙ্গে পড়ায় এলাকায় বৈদ্যুতিক পরিষেবা ও মোবাইল পরিষেবা ব্যাহত হচ্ছে। ঘটনার খবর পেয়ে, গতকাল রাতেই ঘটনাস্থলে পৌজায় হিঙ্গলগঞ্জ ব্লকের বিডিও ,ব্লক জনপ্রতিনিধি ও পুলিশ।তারা গিয়ে পরিস্থিতি ও ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখেন।
সকাল থেকে যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে গাছের ডালপালা কাটার কাজ।এই কাজে হাত লাগিয়েছে স্থানীয় বাসিন্দা থেকে ব্লক প্রশাসনের কর্মীরা। হিঙ্গলগঞ্জ ব্লক স্বাস্থ্য কেন্দ্র বিদ্যুৎ না থাকায় বৈদ্যুতিক খুঁটি বসানোর কাজ শুরু করেছে বিদ্যুৎ দপ্তর এর কর্মীরা। যদিও গতকাল রাতে বেশ কিছু জায়গায় গাছের ডালপালা সরানো হয়েছিল। কিন্তু গতকাল রাতে ভারী বৃষ্টির জন্য কাজ পুরোপুরি ভাবে করা সম্ভব হয়ে ওঠেনি। প্রবল বৃষ্টিতে সমস্যায় পড়েছেন ওই সমস্ত ক্ষতিগ্রস্ত বাড়ির পরিবারের লোকেরা। এই এলাকার প্রায় ৬০ থেকে ৭০টি বাড়ির ছাউনি উড়ে গিয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এই বিষয়ে স্থানীয় বাসিন্দা, জামিরুল গাজী সাংবাদিকদের জানান, রাতে হঠাৎ ব্যাপক দমকা হাওয়ায় বাড়ির খড়ের চালের ছাউনি উড়ে যায়। গাছের ডালপালা ভেঙে পড়তে থাকে রাস্তায়। কয়েকটি নারকেল গাছ ভেঙে পড়েছে বাড়ির উপর ।ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে গ্রামে। বেশ কিছুদিন আগেই যশের তাণ্ডবে বহু ক্ষতি হয়েছিল গ্রামবাসীর। ক্ষত সেরে উঠতে না উঠতেই আবার বড় ক্ষতির সম্মুখীন হতে হলো গ্রামবাসীদের। তাই প্রশাসনের তরফ থেকে যদি ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে দাঁড়ায় তাহলে ভীষণ উপকৃত হবে গ্রামের খেটে খাওয়া গরিব মানুষের। এই বিষয়ে হিঙ্গলগঞ্জ বিডিও সাথে ফোনে যোগাযোগ করা যায়নি। তবে হিঙ্গলগঞ্জ পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মদক্ষ সইদুল ইসলাম বলেন, গ্রামবাসীদের কি পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে তা খতিয়ে দেখে ব্লক প্রশাসন ব্যবস্থা নেবেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct