আপনজন ডেস্ক: রাজ্যজুড়ে উচ্চমাধ্যমকের ফল নিয়ে বিক্ষোভ সৃষ্টির পরে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ নতুন করে বিজ্ঞপ্তি জারি করল। ওই বিজ্ঞপ্তি মূলত উচ্চমাধ্যমিকের ফলাফলের রিভিউ ও চূড়ান্ত ফল সম্পর্কে। উচ্চমাধ্যমিকের বিজ্ঞপ্তি অনুসারে উচ্চমাধ্যমিকের ফলের রিভিউ আবেদন করার শেষ তারিখ হল শুক্রবার ৩০ জুলাই।
এ সম্পর্কে নোটিশে বলা হয়েছে, সংসদের তরফে জানানো হয়েছে, এবার উচ্চমাধ্যমিকের ফলে মূল্যায়ণ হয়েছিল ২০২০ সালে একাদশ শ্রেণির পরীক্ষা ও মাধ্যমিকের ফলের ভিত্তিতে। তাই স্কুলগুলি একাদশ শ্রেণির যেসব ফলাফল জমা দিয়েছে তাতে নতুন করে কোনও আবেদন বা নম্বর বিবেচনা করা হবে না। আবেদনকারী পড়ুয়াদের মাধ্যমিক এবং একাদশ শ্রেণির পরীক্ষার যে নম্বর সংসদের কাছে জমা আছে, সেটারই রিভিউ করা হবে। যে সব অনুত্তীর্ণ পড়ুয়ারা ইতিমধ্যে সংশোধিত মার্কশিট পেয়েছে বা পেতে চলেছে, তাদের রিভিউয়ের আবেদন গৃহীত হবে না। রিভিউয়ের ফলের সিদ্ধান্ত চূড়ান্ত বলে ধরা হবে। রিভিউ সংক্রান্ত আবেদন আগামী ৩০ জুলাইয়ের পর আর গ্রহণ করবে না উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। রিভিউয়ের ফলের সিদ্ধান্ত চূড়ান্ত বলে ধরা হবে।
সেইসঙ্গে সংসদের সভাপতি মহুয়া দাস জানান, আগেই স্কুলগুলিকে একাদশ শ্রেণির উত্তরপত্র সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছিল। সেইসঙ্গে সংসদের তরফে জানানো হয়েছে, যে পড়ুয়ারা উচ্চ মাধ্যমিকের নম্বরে সন্তুষ্ট নন, তারা করোনা ভাইরাস পরিস্থিতি স্বাভাবিক হলে ঐচ্ছিক পরীক্ষায় বসার সুযোগ পারবে। কখন পরীক্ষা নেওয়া হবে, তা সরকারের অনুমতির ভিত্তিতে ঠিক করা হবে বলে জানানো হয়েছে। এর ফলে উচ্চমাধ্যমিকের ফল নিয়ে বল স্কুলে ঘাড়ে গিয়ে পড়ল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct