সঞ্জীব মল্লিক, বাঁকুড়া: সোমবার রাতভর বৃষ্টির কবলে পড়ে বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের বিস্তীর্ণ এলাকা রীতিমতো জলমগ্ন হয়ে পড়ে । রাস্তার ওপর এক হাঁটু জল জমে যায় পাশাপাশি সাধারণ মানুষের বাড়িতে ঢুকতে থাকে জল রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন এলাকার সাধারন মানুষরা । ইতিমধ্যেই বহু মাটির বাড়িতে ফাটল ধরেছে যে কোন মুহূর্তে ভেঙে পড়তে পারে বাড়িগুলি। তৃণমূলের পক্ষ থেকে সাধারণ মানুষদের নিকটবর্তী স্কুলে আশ্রয়ের ব্যবস্থা করা হয়েছে ও খাওয়া-দাওয়ার সুবন্দোবস্ত করা হয়েছে । এছাড়াও মঙ্গলবার সকাল থেকেই গ্রামে ঘুরে তাদেরকে শুকনো খাবার প্রদান করা হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ জল নিকাশি ব্যবস্থা না থাকার কারণে বৃষ্টির জল ঘরে ঢুকছে। ফলে সাপের আতঙ্ক রয়েছে তাদের । পাশাপাশি ব্রিজের উপর দিয়ে বইছে জল যাতায়াতের সমস্যায় পড়তে হচ্ছে পথচলতি সাধারণ মানুষদের । অন্যদিকে গ্রামের বেশ কয়েকটি স্কুল জলমগ্ন হয়ে রয়েছে সব মিলিয়ে রীতিমতো বৃষ্টির জেরে এলাকার বন্যার চেহারা নিয়েছে ।
গ্রামবাসীরা জানাচ্ছেন , প্রতিবছরই বর্ষাকাল এলে এই সমস্যার সম্মুখীন হতে হয় তাদের বারবার স্থানীয় পঞ্চায়েত কর্তৃপক্ষকে জানানো হলেও জল নিকাশের স্থায়ী সমাধান করা হয়নি যার কারণেই তাদের এই সমস্যায় পড়তে হচ্ছে।
ইন্দাস বিডিও অনির্বাণ সাহা জানান , যারা জলমগ্ন রয়েছেন তাদেরকে নিকটবর্তী স্কুলে আনার কাজ চলছে এবং যাদের বাড়ি ভেঙে গিয়েছে সরকারিভাবে তারা সমস্ত ধরনের ক্ষতিপূরণ পাবেন ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct