সাদ্দাম হোসেন মিদ্দে, ভাঙড়: জনগণের দোরগোড়ায় পরিষেবা পৌঁছে দিতে সোমবার নতুন বাংলা সহায়তা কেন্দ্রের উদ্বোধন হলো। দুপুর ২ টায় ভাঙড় ২ ব্লকের ক্যাম্পাসে নতুন ভবনের উদ্বোধন করা হয়। ঝাঁ-চকচকে নতুন বাংলা সহায়তা কেন্দ্রের উদ্বোধন করেন ভাঙড় ২ পঞ্চায়েত সমিতির সভাপতি তথা প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলাম এবং ভিডিও কার্তিক চন্দ্র রায়। উপস্থিত ছিলেন সভাপতি বিশ্বজিৎ মন্ডল, কর্মাধ্যক্ষ আব্দুর রহিম মোল্লা, কাশেফুল করুব খান, রিনকু মোল্লা, প্রাক্তন কর্মাধ্যক্ষ আব্দুল ওদুদ মোল্লা। এছাড়াও উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির অন্যান্য সদস্য এবং দফতরের আধিকারিকরা।
নতুন ভবনটি ছাড়াও আরও ২ টি কেন্দ্রে পরিষেবা চালু রয়েছে। বাকি কেন্দ্র ২ টি হল ভাঙড় ২ ব্লক বিদ্যালয় পরিদর্শকের করণ এবং এবং ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। মোট ৩ টি কেন্দ্রে ১২ জন সহায়ক কর্মী পরিষেবা প্রদান করবেন।
বিডিও কার্তিক চন্দ্র রায় জানান, “সরকারের ৩৫ টি দফতরের প্রায় ১০০টি প্রকল্প চালু রয়েছে। বাংলা সহায়তা কেন্দ্রে থেকে সেই প্রকল্প সম্পর্কে অবহিত করবেন কর্মীরা।” আরাবুল ইসলাম জানান, “বাংলা সহায়তা কেন্দ্র আসলে কি তা বোঝাতে ট্যাবলো প্রচার চলবে। ভাঙড় ২ ব্লকের ১০ টি অঞ্চলে ঘুরে ঘুরে প্রচার চালানো হবে।”
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct