জয়প্রকাশ কুইরি, পুরুলিয়া: বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী কথা দিয়েছিলেন পুজোর আগেই শিক্ষক নিয়োগ করার। তাই দিদি আপনার প্রতিশ্রুতি রাখুন। থার্মোকলের থালাতে এমনই দাবিপত্র লিখে আন্দোলনে নামলেন ২০১৪ সালের টেট উত্তীর্ণরা | বুধবার পুরুলিয়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ ভবনের সমনে ২০১৪ টেট পাস ট্রেন্ড ইনক্লুডেড ক্যান্ডিডেট সংগঠনের পক্ষ থেকে অবস্থান বিক্ষোভে সামিল হন টেট উত্তীর্ণরা | আন্দোলনকারীদের দাবি, জেলার শিক্ষিত যুবকরা বেকারত্বের জ্বালায় ভুগছে। তাই রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি মত দুর্গা পুজোর আগেই নিয়োগ করতে হবে টেট উত্তীর্ণদের। আর সেই সব দাবিতে থার্মোকলের পাতা হাতে নিয়ে পুরুলিয়ায় প্রাথমিক শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ দেখান ২০১৪ টেট উত্তীর্ণরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct