জৈদুল সেখ, নবগ্রাম: কেউ ভ্যাক্সিন পাবে আর কেউ পাবে না, তা হবে না।সমস্ত মানুষকে বিনা কুপনে বিনা মূল্যে ভ্যাক্সিন দিতে হবে। এছাড়া ভূয়ো ভ্যাক্সিন কান্ডে জড়িত ব্যাক্তিদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। তার সঙ্গে করোনা তৃতীয় ঢেউ আটকাতে স্বাস্থ্য দপ্তরকে প্রস্তুত থাকাসহ আরও কিছু দাবি দাওয়া নিয়ে গতকাল থেকে শুরু হয়েছে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন ব্লগ হসপিটালে ডেপুটেশন কর্মসূচি।
সোমবার ডি ওয়াই এফ আই পক্ষ থেকে কর্ণসুবর্ণ, শক্তিপুর হসপিটালের বি এম ও এইচ কে বিনামূল্যে ভ্যাক্সিন জন্য স্মারকলিপি প্রদান করা হয়। মঙ্গলবার নবগ্রাম ব্লক হসপিটালের বি এম ও এইচ এর কাছে ডেপুটেশন দেন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন নবগ্রাম লোকাল কমিটি। উপস্থিত ছিলেন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য সৈয়দ নূরুল হাসান, সন্দীপন দাস, সৌরভ ঘোষ সহ একাধিক নেতৃত্ব ও কর্মীবৃন্দ।
অন্যদিকে কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি ও পেট্রল-ডিজেল এবং রান্নার গ্যাসের সীমাহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে নামল বড়ঞা এরিয়া কমিটি। মন রেগার কাজ দুইশো দিন করা এবং মজুরি বাড়ানোর দাবিতে আন্দোলনে নামলো সি আই টি ইউ, সারা ভারত খেতমজুর ইউনিয়ন, সারা ভারত কৃষক সভা যৌথভাবে। আজ নবগ্রাম ব্লক মোড়ে তিনটি সংগঠনের নেতৃত্বে প্রতিবাদ সভা হয়। কেন্দ্রীয় সরকারের শ্রমিক কৃষক বিরোধী নীতির বিরুদ্ধে এই সভায় সভাপতিত্ব করেন কৃষক নেতা মুকুল মন্ডল।
দেশজুড়ে শ্রমিক, কৃষক, খেতমজুর রা এগারো দফা দাবির ভিত্তিতে লড়াই শুরু করেছেন। তিনটি কৃষি আইন বাতিলের দাবিতে দেশব্যাপী লড়াই কে অভিনন্দন জানানো হয়। পাশাপাশি নয়া বিদ্যুৎ বিল বাতিলের দাবি করা হয়। দীর্ঘ লড়াই সত্বেও কেন্দ্রীয় সরকার কৃষক বিরোধী আইন বাতিল করছে না কর্পোরেট দের স্বার্থে দাবি সংগঠনের। ন্যূনতম সহায়ক মূল্য ঘোষণা করার দাবি জানানো হয় প্রতিবাদ কর্মসূচী থেকে। এদিনের বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন কৃষক নেতা আমির আলী, সিটু নেতা সঞ্জীব পান্ডে, খেতমজুর নেতা জুয়েল শেখ প্রমূখ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct