আপনজন ডেস্ক: লেবাননের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন সে দেশের প্রভাবশালী ব্যবসায়ী নাজিব মিকাতি। সোমবার দিনভর পার্লামেন্ট সদস্যদের সাথে আলোচনার পর দেশটির প্রেসিডেন্ট মিশেল আওন এই মনোনয়ন দেন। লেবাননে চলমান অর্থনৈতিক সংকটের মধ্যে সরকার গঠনে প্রধানমন্ত্রী হিসেবে প্রেসিডেন্টের মনোনয়ন সাদ আল-হারিরির প্রত্যাহার করার ১১ দিন পর নাজিব মিকাতি সরকার গঠনের জন্য মনোনীত হলেন। এর আগে গত অক্টোবরে প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত হলেও প্রেসিডেন্টের সাথে বিরোধে জড়িয়ে নয় মাসে সরকার গঠনে ব্যর্থ হন তিনি। সোমবার প্রেসিডেন্টের সাথে আলোচনায় পার্লামেন্টের ১২৮ সদস্যের মধ্যে ৭২ জনই নাজিব মিকাতিকে মনোনয়ন দেন। মনোনয়নের প্রাপ্তির পর এক সংবাদ সম্মেলনে মিকাতি বলেন, ‘প্রেসিডেন্টের সহায়তায় আমরা ফরাসি প্রক্রিয়া অনুসারে সরকার গঠন করব।’ গত বছরের আগস্টে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর প্রস্তাবিত লেবাননের অর্থনৈতিক ও কাঠামোগত সংস্কারকে সংবাদ সম্মেলনে বক্তব্যে ইঙ্গিত করেন তিনি।
মিকাতি যদি সরকার গঠন করতে পারেন, তবে তিনি তৃতীয়বারের মতো দেশটির প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন। এর আগে ২০০৫ সালে কয়েক মাসের জন্য তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী এবং ২০১১ সালে পূর্ণ প্রধানমন্ত্রী হিসেবে তিন বছর দায়িত্ব পালন করেন তিনি।
লেবাননের রাজনৈতিক ক্ষমতার বিভাজনের নিয়ম অনুসারে সুন্নি মুসলমান নাজিব মিকাতি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন। অপরদিকে ম্যারোনাইট খ্রিস্টান হিসেবে মিশেল আউন প্রেসিডেন্টের দায়িত্ব ও শিয়া মুসলমান হিসেবে নাবিহ বারি পার্লামেন্টের স্পিকারের দায়িত্ব পালন করছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct