আপনজন ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে মঙ্গলবার বাংলার আবেগকে ফের উসকে দিলেন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি যেমন পশ্চিমবঙ্গের নাম ‘বাংলা’ চালু করার ব্যাপারে সওয়ার করলেন তেমনি রাজ্যে প্রয়োজনীয় ভ্যাকসিন দেওযার জন্য আর্জি জানালেন প্রধানমন্ত্রীর কাছে।
এদিন পূর্ব নির্ধারিত সূচি মতো প্রধানমন্ত্রীর বাসভবনে বৈঠকে বসেন মমতা। প্রায় ৪৫ মিনিট প্রধানমন্ত্রীর সঙ্গে তার কথা হয়। পশ্চিম মেদিনীপুরের কলাইকুণ্ডার পর এই প্রথম প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হয় মমতার। ভ্যাকসিন, বাংলা নামের সঙ্গে সঙ্গে পেগাগাস তদন্ত নিয়েও কথা হয় প্রধানমন্ত্রীর সঙ্গে।
ভ্যাকসিন নিয়ে বাংলাকে বঞ্চনার করা হচ্ছে বলে অভিযোগ জানান মমতা। এ প্রসঙ্গে মমতা বলেন, অনেক রাজ্যের চেয়ে কম টিকা পেয়েছে বাংলা। জনসংখ্যার নিরিখে আরও বেশি টিকা পশ্চিমবঙ্গের প্রয়োজন বলে তিনি সওয়াল করেন। তিনি প্রধানমন্ত্রীকে জানান, রাজ্যের সব মানুষকেই করোনা টিকা দেওয়া তার লক্ষ্য। প্রধানমন্ত্রী এ ব্যাপারে তাকে আশ্বাস দেন বলে জানা গেছে।
তবে, মমতা বাংলার নাম পরিবর্তন নিয়েও কেন্দ্রীয় সরকার নীরব থাকায় তা নিয়ে সরব হন মমতা। এ নিয়ে মমতা জানান, ‘অনেকদিন ধরেই পশ্চিমবঙ্গের নাম বদল নিয়ে কথা আলোচনা হচ্ছে। আমি বলেছি, দয়া করে বিষয়টি দেখুন।’
ফোনে আড়িপাতা সম্পর্কিত পেগাসাস ইস্যুতে সর্বদলীয় বৈঠক ডাকার বিষয়টি এদিনের বৈঠকে আলোচিত হয় বলে জানান তৃণমূল সুপ্রিমো। তিনি বলেন, ‘সরবদলীয় বৈঠকে সবার মতামত নিয়ে সুপ্রিম কোর্টের নজরদারিতে একটি তদন্ত হোক এই কথা জানিয়েছি।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct