শুভ বিশ্বাস, ভাঙড়: আইএসএফ করার অপরাধে ভাঙড় কলেজের তৃতীয় বর্ষের ছাত্র শাকিল আনসারিকে ব্যপক মারধর করার অভিযোগ উঠেছিল তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে।গুরুতর আহত হয়েছে সাকিল এখন কলকাতায় চিকিৎসাধীন। সোমবার আহত ছাত্রের বাড়িতে যান ভাঙড়ের বিধায়ক তথা আই এস এফের চেয়ারম্যান নওসাদ সিদ্দিকী।কথা বলেন আক্রান্ত ছাত্রের মা বাবার সাথে। তার পাশে থাকার জন্য প্রতিশ্রুতি দেন। নওসাদ বলেন, ভাঙড় কলেজ তৃণমূলের পার্টি অফিসে পরিণত হয়েছে।অন্যায় ভাবে মেরেছে সাকিল কে।আমি কলকাতা বিশ্ববিদ্যালয়ের চান্সেলরের কাছে অভিযোগ জানাব বিষয়টি নিয়ে।
কলেজ সূত্রে খবর গত ২২ জুলাই সিক্স সেমিস্টারে ভর্তি হওয়ার জন্য শাকিল কলেজে গেলে তাঁকে ডেকে ইউনিয়ন রুমে নিয়ে যাওয়া হয়। সেখানে বেধড়ক মারধর করা হয় শাকিলকে।আহত শাকিলকে প্রথমে নলমুড়ি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়।পরে অবস্থার অবনতি হওয়ায় ন্যাশনাল মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়।এই ঘটনায় ভাঙড় থানায় অভিযোগ দায়ের হয়েছে। এবারের বিধানসভা নির্বাচনে শাকিল বিধানসভা ভোটে আই এস এফের হয়ে ভোট প্রচার করেছিল। সেসব নিয়ে সোশ্যাল মিডিয়ায় তিনি একাধিক ছবি পোষ্ট করেন।তা নিয়ে তৃণমূল ছাত্র পরিষদের রাগ জন্মেছিল তাঁর ওপর।এদিন কলেজ যাওয়াতেই তাঁকে ইউনিয়ন রুমে ডেকে মারধর করা হয়।
যদিও তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে ছাত্র নেতারা। ভাঙড় ১ ব্লক তৃণমূল ছাত্র পরিষদের দায়িত্বে থাকা সাবিরুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, ‘এই ঘটনার সঙ্গে তৃণমূল ছাত্র পরিষদের কোন যোগ নেই।
শাকিল ভর্তি হওয়ার জন্য লাইনে না দাঁড়িয়ে অফিসে ঢুকে আগেই ফর্ম জমা দেওয়ার চেষ্টা করছিল। তাই ক্ষিপ্ত হয়ে লাইনে থাকা ছাত্রছাত্রীদের সঙ্গে অশান্তি হয়। কয়েকজন ছাত্র তাঁকে মারধর করে বলে সাকিল অভিযোগ করেছে’।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct