সঞ্জীব মল্লিক, বাঁকুড়া: জাতিভিত্তিক বিন্যাস করে একশো দিনের প্রকল্প রূপায়ণ করা চলবে না, পেট্রোপণ্য ও জ্বালানি মূল্যবৃদ্ধি সহ মোট ১২ দফা দাবিতে সিপিএমের গণ-সংগঠন গুলির পক্ষ থেকে তালডাংরা সমষ্টি উন্নয়ন আধিকারিক এর হাতে একটি ডেপুটেশন জমা দেওয়া হল। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সারা ভারত খেতমজুর ইউনিয়নের বাঁকুড়া জেলা সভাপতি তথা তালডাংরা বিধানসভার প্রাক্তন বিধায়ক মনোরঞ্জন পাত্র সহ তালডাংরা সিপিআইএম এরিয়া কমিটি নেতৃত্ব ও সিটিএমের একাধিক সংগঠনের সদস্যরা।
প্রথমত শতাধিক সিপিআইএম কর্মী-সমর্থকদের নিয়ে একটি প্রতিবাদী মিছিল আকার তালডাংরা বাজার পরিক্রমা করার পর বিডিও অফিসে উপস্থিত হন। পরে বাঁকুড়া-ঝাড়গ্রাম রাজ্য সড়কের উপর তালডাংরা বাসস্টপ স্থানে প্রতিবাদ সভায় অংশ নেন সিপিআইএম নেতৃত্বরা। এই প্রতিবাদ সভায় বক্তব্য রাখতে গিয়ে পেট্রোল ডিজেল মূল্যবৃদ্ধি সহ একাধিক দাবিতে সিপিআই নেতৃত্বরা রাজ্য ও কেন্দ্র সরকারকে আক্রমণ করেন করোনা টিকা, একশো দিনের কাজ, সহ একাধিক দাবিতে।
এ দিনের কর্মসূচির পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তালডাংরা বিধানসভার গত চার বারের প্রাক্তন বিধায়ক তথা সারা ভারত খেতমজুর ইউনিয়নের বাঁকুড়া জেলা সভাপতি মনোরঞ্জন পাত্র বলেন, কেন্দ্রীয় সরকার নতুন ফরমান জারি করেছে ১০০ দিনের কাজে জাতিভিত্তিক বিন্যাস করে কাজ দেওয়ার ব্যাপারে তাই এই ফরমান যাতে রুপায়ন না হয় তার দাবিতে বিডিও-র হাতে একটি ডেপুটেশন তুলে দেওয়া হল। তিনি বলেন, ১০০ দিনের কাজের নিয়ম ছিল যার চাহিদা আছে পঞ্চায়েতে দরখাস্ত করলে সে কাজ পেতো কিন্তু কেন্দ্রীয় সরকারের নতুন ফরমান অনুযায়ী এলাকায় মাত্র ৩৭ দিন কাজ পাবে এসসি এসটি পরিবারের কার্ড হোল্ডাররা। কারণ ৩৭% তপশিলি জাতি ও উপজাতির মানুষের বসবাস আমাদের এলাকায়। এই ফরমান যাতে রুপায়ন না হয় তাই তাদের এই ডেপুটেশন। পাশাপাশি নির্বাচনের প্রাক্কালে যারা বিরোধী দল করেছেন তাদের ১০০ দিনের কাজ ও আবাস যোজনার নাম থাকলে কেটে দেওয়া হচ্ছে বলে জানান তিনি।তিনি এও বলেন তাদের দাবি আগামী দিনে না মানা হলে ব্লকে ব্লকে তারা ধর্নায় বসবেন বলে জানালেন তিনি। তবে এদিন এর সিপিআইএমের ব্লক ডেপুটেশন এর বেশ কিছু দাবি সমর্থন যোগ্য বলে মনে করলেও তাদের ডেপুটেশনে বেশিরভাগ দাবি ভিত্তিহীন বলে দাবি করছেন তালডাংরা ব্লক তৃণমূল সভাপতি মনসারাম লায়েক।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct