আপনজন ডেস্ক: রোববার রাতে গাজা উপত্যকায় ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের একটি সামরিক শিবিরে হামলা চালানোর দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। ইসরায়েলি বিমানবাহিনীর জঙ্গিবিমান হামাস সদস্যদের ব্যবহার করা কয়েকটি ভবন-সংবলিত একটি সামরিক ঘাঁটিতে ওই হামলা চালায় বলে ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র জানান।
ওই মুখপাত্র জানান, ঘাঁটির অবস্থান ছিল একটি স্কুলের কাছাকাছি বেসামরিক এলাকায়।ওই মুখপাত্র আরো জানান, রোববার সকালে হামাসের আগুন সৃষ্টির বেলুন উড়ানোর প্রতিবাদে এই হামলা চালানো হয়। তিনি জানান, ওইসব বেলুনে এ সকল রিজিওন্যাল কাউন্সিলে আগুন ধরে যায়।
ইসরাইল দাবি করছে, গাজায় ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের সামরিকঘাঁটিতে তারা হামলা চালিয়েছে। এদিকে গাজার মাছ ধরার সীমা ১২ নটিক্যাল মাইল থেকে কমিয়ে ছয় নটিক্যাল মাইল করার কথাও ঘোষণা করে ইসরায়েল। মাত্র ১২ দিন আগে গাজার মাছ ধরার সীমা ৯ নটিক্যাল মাইল থেকে ১২ নটিক্যাল মাইল করা হয়েছিল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct