আপনজন ডেস্ক: মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষে পাঠ্য তালিকার মধ্যে আরবি বিষয়টিকে অন্তর্ভুক্ত করার জন্য রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কাছে চিঠি লিখে আর্জি জানালেন জঙ্গিপুরের তৃণমূল সাংসদ খলিলুর রহমান। জানা গেছে, গত ২১ জুলাই সাংসদ খলিলুর রহমানের পাঠানো চিঠি সল্টলেকের বিকাশ ভবনে অবস্থিত রাজ্যের উচ্চশিক্ষা দফতর সোমবার প্রাপ্তি স্বীকার করেছে।
উল্লেখ্য, মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষে মোট ১৪টি বিষয়ে স্নাতকোত্তর স্তরে পঠনপাঠন করার সার্কুলার জারি করা হয়েছে। তবে, সেই ১৪টি বিষয়ের তালিকায় বাংলা, ইংরেজি, বিজ্ঞান, সংস্কৃত স্থান পেলেও স্থান পায়নি আরবি বা উর্দু বিষয়। গত ১৪ জুলাই বিকাশ ভবনের উচ্চ শিক্ষা দফতরের বিশেষ সচিবের জারি করা সার্কুলারে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের উপাচাের্যর উদ্দেশ্যে বলা হয়, ২০২১-২২ বর্ষে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তরে ১৪টি বিষয়ে পঠনপাঠনের জন্য ‘ইন প্রিন্সিপাল’ অনুমোদন দেওয়া হল। সেই ১৪টি বিষয় হল: বাংলা, রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস, দর্শন, সংস্কৃত, শিক্ষাবিজ্ঞান, ইংরেজি, অঙ্ক, আইন, ফিজিওলজি, সেরিকালচার, ফিজিক্স, বোটানি ও ভূগোল। কিন্তু সেই তালিকায় কমপক্ষে আরবি অন্তর্ভুক্ত না হওয়া বিভিন্ন মহল থেকে সমালোচনা করা হয়। বিভিন্ন ছাত্রসংগঠন মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের পাঠ্য তালিকায় আরবি অন্তর্ভুক্ত করার জন্য উপাচার্যকে স্মারকলিপিও দেয়। সংখ্যালঘু বুদ্ধিজীবীদের তরফেও আরবি অন্তর্ভুক্ত করার দাবি ওঠে। এবার সেই দাবি জানালেন জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান।
তৃণমূল কংগ্রেসের জেলা কোঅর্ডিনেটর ও জঙ্গিপুরের তৃণমূল সাংসদ বিশিষ্ট শিল্পপতি সমাজসেবী খলিলুর রহমান রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর উদ্দেশ্যে লিখেছেন, মুর্শিদাবাদ জেলাজুড়ে ২৬টি সরকার পোষিত কলেজ ও একটি বেসরকারি কলেজ রয়েছে। তার মধ্যে ১৫টি কলেজে আরবি বিষয় পড়ানো হয়। আর আটটি কলেজে আরবি অনার্স পড়ানো হয়। তাই উচ্চশিক্ষার গ্রহণে তাদের পক্ষে মুশকিল হয়ে পড়ে অন্য জেলায় গিয়ে আরবি পড়তে যাওয়ার জন্য। তাই মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তরে আরবি বিষয় সংশ্লিষ্ট করা খুবই জরুরি। এর ফলে শুধু মুর্শিদাবাদ নয় পার্শ্ববর্তী জেলা মালদা, বীরভূম ও নদিয়া জেলার পড়ুয়ারাও উপকৃত হবে। তাই এই আর্জি অনুমোদনের অনুরোধ জানান সাংসদ খলিলুর রহমান।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct