আপনজন ডেস্ক: ‘অব কি বার, দিদি সরকার’ এই স্লোগানের মধ্য দিয়ে তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার দিল্লি সফরে গেলেন। রাজ্যে বিধানসভা ভোটে বিজেপিকে ধরাশায়ী করার পর মমতার লক্ষ্য ছিল সর্বভারতীয় ক্ষেত্রে মোদি বিরোধী তথা বিজেপি বিরোধী মনোভাবকে ত্বরান্বিত করা। লক্ষ্য, ২০২৪ ভোটে নরেন্দ্র মোদি সহ বিজেপিকে পরাজিত করা। সেই লক্ষ্য নিয়েই মূলত সোমবার দিল্লি সফর শুরু করলেন মমতা।
যদিও ২০২৪ লোকসভা নির্বচানে বিজেপি বিরোধী হাওয়া তুলতে একুশে জুলাইয়ের ভার্চুয়াল ভাষণ নানা রাজ্যে ছড়িয়ে দিয়ে মমতা বার্তা দিয়েছিলেন তিনি শুধু বাংলা নয়, এবার অন্য রাজ্যে পাড়ি দিতে চলেছেন। তার প্রাথমিক সূচনা হল দিল্লি সফরে। মমতা তার এই দিল্লি সফরে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করলেও বেশ কয়েকদিন ধরে দিল্লিতে অবস্থান করে বিজেপি বিরোধী দলগুলির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করে আওয়াজ তুলতে চান, ‘অব কি বার, দিদি সরকার’।
জানা গেছে, সোমবার দিল্লি পৌঁছনোর পর জৈন হাওয়ালা কেলেঙ্কারি নিয়ে সাংবাদিক বিনীত নারায়ণের সঙ্গে দেখা করেন। তবে মমতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে মঙ্গলবার বিকাল চারটেয় সাক্ষাৎ করবেন বলে সূত্রের খবর।
আরও জানা গেছে, তার আগে তিনি মধ্যপ্রদেশের প্রবীণ কংগ্রেস নেতা কমলনাথের সঙ্গে দুপুর দুটো নাগাদ দেখা করবেন। আর কংগ্রেসের রাজ্যসভার সাংসদ আনন্দ শর্মার সঙ্গে সাক্ষাৎ করবেন তিনটে নাগাদ। সাড়ে ছটার সময় অভিষেক মনু সিংভির সঙ্গে দেখা করার কথা। আর কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধির সঙ্গে মমতা দেখা করবেন বুধবার বিকেল সাড়ে চারটে নাগাদ। এভাবেই মমতার দিল্লি সফরের মধ্য দিয়ে ‘অব কি বার, দিদি সরকার’ প্রচার তুঙ্গে উঠতে শুরু করেছে। ইতিমধ্যে সদ্য কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়া প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের ছেলে অভিজিৎ মুখোপাধ্যায় থেকে শুরু করে কাকলি ঘোষ দস্তিদার, কুনাল ঘোষ সহ একাধিক নেতানেত্রী ট্যুইটার হ্যান্ডেলে মমতার দিল্লি যাত্রা নিয়ে প্রচার শুরু করেছেন। সোশ্যাল মিডিয়ায় তাই জোর চর্চা চলছে যে বিষয়টি নিয়ে তা হল, ‘অব কি বার, দিদি সরকার’।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct