আপনজন ডেস্ক: পশ্চিমবঙ্গে উচ্চমাধ্যমিক পরীক্ষায় এ বছর শীর্ষে অবস্থান করেছে মুর্শিদাবাদের এক সংখ্যালঘু কন্যা রুমানা সুলতানা। এই ঘটনাকে অনেকে ঐতিহাসিক বলছেন। কারণ, এই প্রথম কোনও সংখ্যালঘু পরিবারের কন্যা এ রাজ্যের উচ্চমাধ্যমিক পরীক্ষার শীর্ষে স্থান করে নিয়েছেন। এর বাস্তব সত্যের পক্ষে সওয়াল করেছেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাসও। তাই তিনি উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের সময় আবেগে শীর্ষ স্থান মুর্শিদাবাদের এক মুসলিম কন্যা অধিকার করেছে বলে বর্ণনা করেছেন। তার সেই বর্ণনা নিয়ে যখন রাজ্যে নানা চর্চা হচ্ছে তখন এক অভাবনীয় সাফল্য দেখাল কর্নাটকের এক সংখ্যালঘু পরিবারের সন্তান। এক রাজমিস্ত্রির সন্তান মাতিন জমাদার এবছর কর্নাটকে প্রি-ইউনিভার্সিটি বা ইন্টারমিডিয়েট পরীক্ষায় ৬০০ নম্বরের মধ্যে ৬০০ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিয়েছে। তার এই বিরল কৃতিত্বের জন্য কর্নাটক সরকারের সংখ্যালঘু কল্যাণ দফতরের ডিরেক্টরের তরফে বিশেষভাবে অভিনন্দন জানানো হয়েছে।
জানা গেছে, কর্নাটকের গুলবার্গা শহরের কাছে এক গ্রামের বাসিন্দা মাতিন জমাদার। তার বাবা নবিসাব জমাদার পেশায় রাজমিস্ত্রি। কোনওভাবে বস্তিতে দিন গুজরান করেন। সেই পরিবার থেকে উঠে এসে কর্নাটকের ইন্টারমিডিয়েট পরীক্ষায় শীর্ষস্থান অধিকার করায় বিভিন্ন মহল থেকে অভিনন্দন জানানো হচ্ছে। কর্নাটকে রাজস্ব দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি মুহাম্মদ মহসিন ট্যুইট করে বলেছেন, ‘গরিব রাজমিস্ত্রির গর্বিত সন্তান’কে এই রেকর্ড করার জন্য অভিনন্দন। কর্নাটক সরকারের সংখ্যালঘু কল্যাণ দফতরে ডিরেক্টর জানিয়েছেন, সরকারের তরফ থেকে তাকে এই কৃতিত্বের জন্য ধন্যবাদ জানিয়ে বৃত্তি দেওয়ার ব্যবস্থা করছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct