মহিউদ্দীন আহমেদ, বোলপুর: বামপন্থী সংগঠন সারাভারত কৃষকসভা ও ক্ষেতমজুর ইউনিয়নের তরফে বীরভূমের বিভিন্ন ব্লকে একাধিক দাবীতে স্মারকলিপি দিল। এদিন মিছিল করে নলহাটি বিডিও এর কাছে স্মারকলিপি দেওয়া হয়। নলহাটি ছাড়াও রাজনগর, সাঁইথিয়া ব্লকের শিমুলিয়া হাটে, মাঠপলসা বাসস্ট্যান্ডে বিভিন্ন দাবিতে অবস্থান বিক্ষোভ দেখানো হয়। মহম্মদবাজার ব্লক কমিটির পক্ষ থেকে পাঁচ দফা দাবি নিয়ে স্মারকলিপি জমা দেওয়া হল মহম্মদবাজার ব্লকের বিডিওকে। নলহাটি ২ নং ব্লকের সিপিআইএমের নেতৃত্বে বিডিও এর নিকট ডেপুটেশন দেওয়া হয়।ডেপুটেশন শেষে লোহাপুর বাজার পর্যন্ত মিছিল করা হয়। মিছিলে রুপশ্রী, কণ্যাশ্রী সহ সরকারি প্রকল্পে দুর্নীতি বন্ধ করার দাবী জানানো হয়। নেতৃত্ব দেন বীরভুম জেলা কমিটির সদস্য খাইরুল হাসান, শিক্ষক সংগঠনের নেতা এনামুল হক
ছাত্র নেতা নিশার হাসান, আসিফ সহ অনান্যরা। মিছিল শেষে বক্তব্য রাখেন সি আই টি ইউ বীরভুম জেলা কমিটির সভাপতি কমরেড মতিউর রহমান। সিপিএম বা বামফ্রন্ট গত বিধানসভা নির্বাচনে হেরে গেছে। সারা রাজ্য জুড়ে একটিও আমন তারা পায় নি।
তবুও দলের নেতা কর্মীরা কেউ ঝিমিয়ে পড়ে নি। তবে তাদের লড়াই জারি রেখেছি। জেলা সম্পাদকমন্ডলীর এক নেতা বলেন, আমরা মানুষের স্বার্থে রাজনীতি করি। লড়াই করি মানুষের স্বার্থে। তাই লড়াই করে যাচ্ছি। গত বিধানসভা নির্বাচনে মানুষ ভুল বুজেছে। একদিন আবার সবাই পার্টিতে আসবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct