আপনজন ডেস্ক: বাড়ির স্যাঁতস্যাঁতে অংশে কিংবা বাগানে আনাচে কানাচে বাড় বাড়ন্ত কেন্নোর। আর্দ্র স্থানে প্রচুর পরিমাণে দেখা যায় এই পোকাটিকে। সাধারণত বাগানে ছোটখাটো স্থানে কেন্নো নিজের আস্তানা তৈরি করে থাকে। এগুলি থেকে মুক্তি পেতে বাড়িতেই কেন্নো ধরার ফাঁদ বানানো সম্ভব। ফাঁদের জন্য প্রয়োজন ৬ ইঞ্চি লম্বা পাইপ। একটি প্লাস্টিক সোডা বোতল। টেপ ও ছোট করে কাটা পাকা ফল। ফলগুলিকে এই সোডা বোতলের মধ্যে রেখে দিন। তার পর একটি পাইপ বোতলের মুখে ভালোভাবে প্রবেশ করিয়ে টেপ দিয়ে আটকে দিন। লক্ষ্য রাখবেন পাইপটি যাতে বোতলের মুখে ভালোভাবে বসে এবং বোতলের কিনারা স্পর্শ করে না থাকে। বোতলের মধ্যে পাইপই থাকবে, বাকি অংশ বাইরে রাখুন। এর পর বোতলটিকে শুয়ে দিন। ফল পচতে শুরু করলে কেন্নো এর ভিতরে প্রবেশ করবে এবং বেরিয়ে আসতে পারবে না। এছাড়া ঝাঁটার সাহায্যে এদেরকে ডাস্টপ্যানে তুলে সাবান জলে ছেড়ে দিন। আবার ভ্যাকয়ুম ক্লিনারের সাহায্যেও এদের পরিষ্কার করে দিতে পারেন। একই সঙ্গে ডায়াটোমেসিয়াস আর্থ নামের ক্রিস্টালিন পাওডার দিয়ে কেন্নোই দূর করা যায়। এই পাওডারের ক্রিস্টালগুলি পোকামাকড়ের শক্ত এক্সোস্কেলিটন ভেদ করে ভিতরে প্রবেশ করে ও কেন্নোর শরীরে মাইক্রোপাঞ্চার করতে শুরু করে। তার পর ডিহাইড্রেট করে এদেরে মেরে ফেলে। বাড়িতে কোনও গাছ থাকলে তার মাটিতে, বাগানের ফেন্সের তলায় এই পাওডার ছড়িয়ে রাখতে পারেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct