মোল্লা মুয়াজ ইসলাম, বর্ধমান: প্রতি বছরের মতো এবারও বর্ধমান আল আমিন মিশন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক এ ভালো রেজাল্ট করলো। দামোদরের কোল ঘেঁষে বর্ধমান আল-আমীন মিশন এমন এক আশ্রমিক পরিবেশ, যেখানে ছাত্র-ছাত্রীরা নিরিবিলি পরিবেশে নির্লিপ্তভাবে পড়াশোনা করতে পারে এবং শুরু থেকেই তাদের চরিত্র গঠনের ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দেয়া হয়। শুধু লেখাপড়া নয় লেখা পড়ার সাথে সাথে পূর্ণ মানুষ হওয়ার পাঠ শেখানো হয়। এখানকার শিক্ষকমন্ডলীর নিরলস প্রচেষ্টা, ছাত্রদের পড়াশোনার প্রতি ভালোবাসা ও পরিশ্রম এবং মিশন কর্তৃপক্ষের সজাগ দৃষ্টি ও সফল পরিচালনা ফলস্বরূপ আজকের এই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফলাফল।
এছাড়াও বহু মানুষের দোয়া , প্রার্থনা ও সহযোগিতা মিশন উত্তরোত্তর বেড়ে চলেছে সাফল্যের চূড়ার দিকে এই কথা বললেন মিশনের সম্পাদক আজফার হোসেন। মিশনের সম্পাদক জি ডি ও শিল্পপতি মুস্তাক সাহেবের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানান। এই বছর উচ্চমাধ্যমিকে বিজ্ঞান বিভাগে ৭১ জন পরীক্ষা দিয়েছে সবাই পাশ করেছে,সর্বোচ্চ নাম্বার পেয়ে প্রথম হয়েছে সেখ আহম্মেদ আলি তার প্রাপ্ত নাম্বার ৪৫০। কলা বিভাগে ৫৬ জন পরীক্ষার্থী সবাই উত্তীর্ন, সর্বোচ্চ নাম্বার ৩৯৭ পেয়েছে বিটন সেখ। মাধ্যমিকে বালক বিভাগে ১০৫ জন পরীক্ষা দিয়েছিল, সবাই ভাল নাম্বার পেয়ে পাশ করেছে, সর্বোচ্চ ৬৭৮ পেয়েছে দুজন ছাত্র ৯৬.৮৬ শতাংশ নাম্বার। বালিকা বিভাগে ৩১ জনই পাশ করেছে, সর্বোচ্চ ৬৭৩ পেয়েছে তানিয়া পারভীন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct