এম মেহেদী সানি, বারাসত: উত্তর ২৪ পরগণার মালঞ্চ এলাকার খাস শাঁকদহ গ্রামের বাসিন্দা ডা. ফারুক হোসেন গাজী সামাজিক ক্ষেত্রে বিভিন্ন সেবামূলক কাজের অসামান্য অবদানের জন্য এবছর “ইন্ডিয়া বুক অফ রেকর্ড” -এ তাঁর নাম স্থান পেয়েছেন। ৩৫ বছর বয়স্ক এই তরুণ চিকিৎসক বাঁকুড়া মেডিক্যাল কলেজ ও হাসপাতাল থেকে ২০১২ সালে এমবিবিএস পাশ করার পর প্রায় ৯ বছর বিনামূল্যে রোগী দেখছেন।
ডা. ফারুক হোসেন এলাকার স্কুল থেকে মাধ্যমিক পাশ করে স্বনামধন্য প্রতিষ্ঠান আল আমীন মিশন থেকে পড়াশুনা করে উচ্চ মাধ্যমিকে ভালো ফল করেন। তিনি দরিদ্র পরিবারের সন্তান হওয়ায় অসহায় দরিদ্র মানুষের কষ্টের কথা মাথায় রেখে সমাজ সেবার উদ্দেশ্য ২০১২ সালে গড়ে তোলেন “নব দিগন্ত”। অসহায় ছাত্র-ছাত্রীদের পড়াশুনার জন্যে স্কলারশিপ প্রদান, নারীদের সচেতনতার পাশাপাশি স্যানিটারি ন্যাপকিন প্রদান, নারীর কর্মসংস্থানের ব্যবস্থা ইত্যাদি রয়েছে কর্মসূচিতে। অন্যদিকে “নব দিগন্ত মিশন স্কুল”-এর মাধ্যমে অনাথ, স্কুল ছুট, আদিবাসী শিশুদের সম্পূর্ণ বিনামূল্যে সামগ্রী দান সহ বিভিন্ন সমাজ কল্যাণমূলক কাজের জন্য ডা. ফারুক হোসেনের নাম জায়গা করে নিয়েছেন “ইন্ডিয়া বুক অফ রেকর্ড”-এ। এই সম্মানে খুশি তার পরিবার সহ এলাকার সমস্ত মানুষ। এদিন ডা. ফারুক বলেন, ‘এই পুরস্কার সমাজের প্রতি দায়িত্ব ও কর্তব্য আরো বাড়িয়ে দিল, সারাজীবন মানুষের সেবা করে যাবো’।
তিনি জানান, সর্বক্ষণ এই কাজে পাশে পেয়েছেন ছায়াসঙ্গী হিসাবে স্ত্রী নিলুফা পারভীনকে। ডা. ফারুক “ইন্ডিয়া বুক অফ রেকর্ড”-এর পাশাপাশি কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ও পিবি সেলিমের হাতে থেকে সেবামূলক কাজের অবদানের জন্য পেয়েছেন ‘আল আমীন অনন্য অ্যাওয়ার্ড’। পেয়েছেন ‘হিউম্যান ওয়েলফেয়ার অ্যাওয়ার্ড”ও।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct