মঞ্জুর,মোল্লা, নদিয়া: লোকাল ট্রেন চালানোর ও বিনামূল্যে হকারদের ভ্যাকসিনের দাবিতে নদীয়ার নবদ্বীপে রেল স্টেশনের সামনে অবস্থান-বিক্ষোভ বামেদের। বাম সংগঠনের সি আই সি ইউ রিয়েল হকার্স ইউনিয়নের পক্ষ থেকে এই অবস্থান বিক্ষোভ। তাদের দাবি মহামারী এই কোভিড এর কারনে দীর্ঘ দিন ধরে রেল পরিষেবা বন্ধ থাকায় রেল হকার সহ খেটে খাওয়া মেহনতি মানুষসহ সাধারণ মানুষ চরম সংকটের মধ্যে রয়েছে। বিধি নিষেধ মেনে মেট্ররেল, বাস ,অটো চলতে পারলেও রেল পরিষেবা কেনো বন্ধ থাকবে। তাঁদের দাবী অবিলম্বে লোকাল ট্রেন চালু করতে হবে ও দীর্ঘ দিনের দাবী রেল হকারদের পরিচিতি পত্র প্রদান করতে হবে, সমস্ত রেল হকারদের বিনা মূল্যে ভ্যাকসিন দিতে হবে বলে তাঁরা দাবি করেন। এরপর দীর্ঘ প্রায় এক ঘন্টা পর তাঁরা নিজেরাই অবস্থান বিক্ষোভ তুলে নেন।
আই টি ইউর নেতা ও রেল হকার্স ইউনিয়নের নবদ্বীপ শাখার সভাপতি সৌমেন অধিকারি নেতৃত্বে নবদ্দীপ স্টেশন আধিকারিকের হাতে স্বরলিপি তুলে দেয়। তাদের দাবি যারা রেলে হকারি করে তাদের সরকারি পরিচয় পত্র দিতে হবে বিভিন্ন সময় রেলের পুলিশ হেনস্তার মুখে পড়তে হয়। তাদেরকে পরিচয় পত্র দিতে হবে বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আজকের এই অবস্থান বিক্ষোভ আগামী দিন রেলের তরফ থেকে যদি তাদের আবেদন সালানা দেওয়া হয় বৃহত্তর আন্দোলনে যাবে এমনটাই হুঁশিয়ারি দিয়েছে ইউনিয়নের পক্ষ থেকে তাদের দাবি দীর্ঘদিন দাবি করে আসছে তাতে যারা গরীব মানুষের এলে হকারি করে খায় তাদের সরকারি পরিচয় পত্র দিতে হবে। গোটা দেশ সহ রাজ্যে যেভাবে করোনা মহামারীতে কাজ হারিয়েছে মানুষ দীর্ঘদিন লকডাউন রেল পরিবহন বন্ধ থাকার কারণে বাস-ট্রেনে হকারি করে জীবন যাপন করে বন্ধ থাকার কারণে আজ তারা কার্যত ঘরবন্দি হয়ে বসে রয়েছে অবিলম্বে লোকাল ট্রেনের চালানোর দাবিতে অবস্থান-বিক্ষোভ নদীয়া নবদ্বীপের।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct