আজাহারউদ্দিন, আরামবাগ: হুগলির পুরশুড়া বিধানসভার রসুলপুরের হত দরিদ্র পরিবারের মনসুর আলি চৌধুরীর দু বছরের দশ মাসের পুত্র সন্তান শিশুর আহিল চৌধুরী লিভার প্রতিস্থাপন করতে হবে জরুরী। ব্যায়বহুল চিকিৎসার খরচ আনুমানিক ডাক্তার হিসাব দিয়েছেন বেশ কয়েক লক্ষ টাকা।
অসহায় গরীব দিনমজুর পরিবারের পক্ষে সম্ভব নয় চেন্নাই এর গ্লোবাল হাসপাতালেই লিভার প্রতিস্থাপন হবে,এক সংস্থার পক্ষ হতে অর্ধেক টাকার সাহায্য করবে,সব কিছুই বিক্রি করেও অত টাকা জোগাড় করা সম্ভব না দিনমজুর হতদরিদ্র পরিবারের। ছোট শিশু আহিল চৌধুরী জীবনমরণের সঙ্গে লড়াই করছে। তাই পিতা মনসুর আলী চৌধুরীর পাশে আর্থিক সাহায্যের হাত বাড়ালেন আরামবাগ লোকসভার যুব তৃণমূল নেতা সেখ শাহিদ ইমাম ওরফে মহারাজ। এদিন তার সন্তানের লিভার প্রতিস্থাপন এর জন্য চল্লিশ হাজার টাকা তুলে দেন, আহিল চৌধুরীর পিতা সকলের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানান। শাহিদ ইমাম এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।শাহিদ ইমাম বলেন আমি আমার নিজের সাধ্যমত ছোট্ট শিশুর পাশে দাঁড়ালাম মানুষ হিসাবে মানুষের পাশে থাকা নৈতিক দায়িত্ব এর পাশাপাশি মহান স্রষ্টার দরবারে সুস্থতা কামনা করি।উল্লেখ শাহিদ ইমাম ওরফে মহারাজ করোনা লকডাউন আমফান যশ ঝড়ের দাপটে ও প্রাকৃতিক বিপর্যয়ের সময়েও মানুষের পাশে থাকেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct