জয়প্রকাশ কুইরি, পুরুলিয়া: বর্ষা পড়লেই বেরিয়ে আসে রাস্তার আসল রূপ। কোথাও রাস্তা ধারণ করে পুকুরের রূপ তো আবার বা কোথাও কোথাও রাস্তার মাঝে বেরিয়ে আসে রাস্তার ভাঙা দাঁত ও নখ। তাই এবার রাস্তার মধ্যে জমে থাকা জল ও কাদার উপরে ধান গাছ রোপন করে ও মাছ ছেড়ে বিক্ষোভ দেখালো গ্রাম বাসীরা। ঘটনা রবিবার পুরুলিয়া জেলার বাঘমুন্ডি ব্লকের মাঠা অঞ্চলের ধনুডি গ্রামের।
জানা যায়, প্রায় তিন বছর ধরে ধনুডি গ্রামের প্রায় ১ কিলোমিটার কাঁচা রাস্তা বেহাল অবস্থায় পড়ে রয়েছে। এমনকি বর্ষাকাল এলেই এই রাস্তার অবস্থা আরও নাজেহাল হয়ে পড়ে। বর্তমান পরিস্তিতিতে কাঁচা রাস্তাটি জল ও কাদায় পরিপূর্ণ হয়ে গেছে। যার ফলে ভোগান্তিতে পড়েছে এলাকার বহু মানুষ সহ ঝাড়খন্ড লাগোয়া গ্রামগুলি থেকে দৈনন্দিন যাতায়াতকারি মানুষজন। ধনুডি গ্রামের বাসিন্দাদের অভিযোগ, বহুদিন ধরে মাঠা গ্রাম পঞ্চায়েতে আবেদন জানালেও আজ পর্যন্ত কোনো সুরাহা হয়নি অন্যদিকে স্থানীয় নেতা থেকে শুরু করে পঞ্চায়েতে বারেবার দ্বারস্থ হয়েও কোনো লাভ হয়নি। গ্রামটি অ্যাম্বুলেন্স পরিষেবা থেকেও বঞ্চিত রয়েছে শুধুমাত্র রাস্তা বেহাল থাকায়। কারণ এই বেহাল রাস্তাতে অ্যাম্বুলেন্স যাতায়াত করলেই গাড়ির চাকা ফেঁসে গিয়ে বিপত্তি ঘটে। তাই এদিন গ্রামবাসীরা এই রাস্তার মধ্যে ধান গাছ রোপন করে ও রাস্তার মধ্যে জমে থাকা জলের উপর মাছ চারা ছেড়ে বিক্ষোভ করেন।
গ্রামবাসীদের দাবি এই বেহাল রাস্তার শীঘ্রই মেরামত করতে হবে তা নাহলে তারা পরবর্তী সময়ে তারা আরও বড়োসড়ো বিক্ষোভে নামবেন। ঘটনার খবর পেয়ে বাঘমুন্ডি ব্লকের বিডিও দেবরাজ ঘোষ খুব শীঘ্রই রাস্তার মেরামতির ব্যবস্থা করার আশ্বাস দিলে বিক্ষোভ উঠে যায়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct