সেক আনোয়ার হোসেন, হলদিয়া: করোনার তৃতীয় ঢেউ আসার আগে গর্ভবতী মহিলাদের ভ্যাক্সিন দেওয়ার কাজ শুরু পূর্ব মেদিনীপুর জেলায়। শিশু ও তার মাকে সুরক্ষিত রাখার জন্য রাজ্য সরকার তৎপর হয়ে উঠেছে। তৃতীয় ঢেউ আসার আগে যত বেশি সংখ্যক শিশু ও তাদের মায়েদের ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করতে হবে। সেই মতো শনিবার থেকে পূর্ব মেদিনীপুর জেলার তমলুক পুরসভার উদ্যোগে তাম্রলিপ্ত সুস্বাস্থ্য কেন্দ্রে পৌর এলাকার বস্তিবাসী গর্ভবতী মহিলাদের ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হয়েছে।
তমলুক পুরসভার প্রশাসক দীপেন্দ্রনারায়ন রায় জানান, রাজ্য স্বাস্থ্য দপ্তরের নির্দেশ মতো, বয়স্ক, যুবকদের ভ্যাকসিন দেওয়ার পর এবার মা ও শিশুদের ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হয়েছে। এখন বস্তি এলাকার গর্ভবতী মায়েদের প্রতিদিন প্রায় ৪০০ জনকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct