সেখ মহম্মদ ইমরান, খড়্গপুর: করোনা আবহে বিনামূল্যে ভ্রাম্যমান স্বাস্থ্য শিবিরের সূচনা করলো সিপিআইএম খড়গপুর শহর দক্ষিণ এরিয়া কমিটির রেড ভলেন্টিয়ারস। রবিবার আই আইটি খড়গপুর সংলগ্ন ক্ষুদিরাম পল্লী এলাকায় শিবিরের সূচনা হয়।
উদ্বোধনী অনুষ্টানে ডাঃ বর্ষা মুখার্জ্জী( জেনারেল ফিজিসিয়ান) ডাঃ পৃথা চোধুরি( দন্ত বিশেষজ্ঞ) ও ডাঃ সব্যসাচী হালদার(চক্ষু বিশেষজ্ঞ) অতিথির আসন অলংকৃত করেন৷ সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত স্থানীয় এলাকার ১১৩ জন সহনাগরিকের ব্লাড প্রেশার, সুগার, অক্সজেন স্যাচুরেশন, বিএমআই, রেসপিরেশন রেট সহ চোখ, দাঁত ও জেনারেল স্বাস্থ্য পরীক্ষা করা হয়৷ রেড ভলান্টিয়ার আহ্বায়ক অমিতাভ দাস জানান আগামী দুই মাস ধরে প্রত্যেক রবিবার ঘুরে ঘুরে এই ভ্রাম্যমান স্বাস্থ্য শিবির চলবে ৷ এর প্রশংসা করেছেন এলাকাবাসী।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct