জয়প্রকাশ কুইরি, পুরুলিয়া: পুরুলিয়া জেলা জুড়ে শুরু হয়ে গিয়েছে বিজেপি ও কংগ্রেসের ধস। প্রায় নিত্যদিনেই খবর আসছে জেলার বিভিন্ন প্রান্ত থেকে বিজেপি ও কংগ্রেস দল ছেড়ে আঞ্চলিক ও জেলা স্তরের বহু বিজেপি ও কংগ্রেস দলের নেতা কর্মী ও সমর্থকরা যোগদান করছেন ঝাঁকে ঝাঁকে তৃণমূলে। ফলে অস্বীকার করা যায় না যে খুব স্বাভাবিক ভাবেই পুরুলিয়া জেলায় শক্তি বেড়েই চলেছে তৃণমূলের। যদিও লোকসভা ও বিধানসভা ভোটে পুরুলিয়া জেলায় বিজেপি ভালো ফলাফল করলেও এখন আর বিজেপির ঘাঁটি অতটা শক্ত নেয় বলেই মনে করছেন জেলার বিভিন্ন রাজনৈতিক মহল।
শনিবার পুরুলিয়ার জিতুজুড়ি তৃণমূল দলীয় কার্য্যলয়ে ওই এলাকার প্রায় ২০০ জন বিজেপি ও কংগ্রেস দলের কর্মী সমর্থকরা পুরুলিয়া জেলা সভাপতি গুরুপদ টুডুর হাত ধরে নাম লেখান তৃণমূলে। অন্যদিকে রবিবার হুড়া ব্লকের লালপুর ও মাগুরা অঞ্চলের রাহেরডি বুথ থেকেও বিজেপি , সিপিআইএম থেকে ৩৫ টি পরিবার তৃনমূল কংগ্রেসে যোগদান করেন। পাশাপাশি বাঘমুন্ডি বিধানসভার বাড়েরিয়াতে ঝালদা ১ নং ব্লকের ইচাগ অঞ্চলের কড়াডি বুথ থেকেও প্রায় ৪০ টি পরিবার বিজেপি ও কংগ্রেস ছেড়ে যোগদান করেন তৃণমূলে। এদিন তৃণমূলে যোগদানকারীদের হাতে ঘাস ফুলের পতাকা তুলে দেন পুরুলিয়া জেলা যুব তৃণমূল কংগ্রেস সভাপতি তথা বাঘমুন্ডি বিধানসভার বিধায়ক সুশান্ত মাহাত। উপস্থিত ছিলেন ঝালদা ১ নং ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি আলোক চ্যাটার্জী সহ সভাপতি বিপ্রদাস মাহাত সহ অন্যানোরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct