আপনজন ডেস্ক: দেশ থেকে কিছুতেই দলিতদের উপর আক্রমণ বাদ যাচ্ছে না। এবার এক ন্যক্কারজনক ঘটনা ঘটল রাজস্থানের বারমার জেলায়। শনিবার পুশিম সূত্র জানিয়েছে, একদল লোক এক দলিত পিতা-পুত্রকে প্রকাশ্যে মারধর করারর পর মূত্র পান করতে বাধ্য করেছে। জাতপাতের শিকার হওয়ায় এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশে দায়ের করা এফআইআর সূত্রে জানা গেছে, রাজস্থানের বারমার জেলার বিজরাদ থানা এলাকার গোহাদ কা তালা গ্রামের বাসিন্দা রাইচাঁদ মেঘওয়াল ও তাঁর ছেলে রমেশ বাজারে গিয়েছিলেন মুদিখানার সামগ্রী কিনতে। তখনই প্রায় ১৫ জন জাতপাত তুলে গালাগালি দিয়ে তাদের উপর অতর্কিতে হামলা করে। তাদের বেধড়ক মারধর করে জোর করে প্রস্রাব খেতে বাধ্য করা হয় বলে পুলিশ জানিয়েছে। রাইচাঁদ মাথায় আঘাত পেয়েছে এবং একটি দাঁত হারাতে হয়েছে। আর রমেশের হাত ও পায়ের হাড়ে চিড় ধরেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। তাদের প্রাথমিক চিকিৎসার জন্য চৌহাতনে আনা হয় এবং পরে আরও চিকিৎসার জন্য বারমারের সরকারি মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়। পিতা-পুত্র যুগলের অভিযোগের ভিত্তিতে পুলিশ প্রধান অভিযুক্ত হিসেবে খেত সিংঘ সহ ১৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। পুলিশের সন্দেহ পুরানো শত্রুতার জেরে এই ঘটনা ঘটেছে। অভিযুক্ত পালিয়ে গেলেও পুলিশ তল্লাশি ও তদন্ত শুরু করেছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct