আপনজন ডেস্ক: আফ্রিকার দেশ সিয়েরা লিওনে দেশটির আইনপ্রণেতারা মৃত্যুদণ্ডের সাজা বাতিলের পক্ষে ভোট দিয়েছেন। এই মহাদেশটির ২৩তম দেশ হিসেবে মৃত্যুদণ্ড বাতিলের পদক্ষেপ নেওয়া হয়েছে। সিয়েরা লিওনের পার্লামেন্টের এ সিদ্ধান্তে স্বাগত জানিয়েছে বিভিন্ন মানবাধিকার সংগঠন। খবর আলজাজিরার।পার্লামেন্টের অধিকাংশ সদস্য শুক্রবার মৃত্যুদণ্ডের সাজা বাতিলের বিপক্ষে ভোট দেন।
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তথ্যমতে, ২০২০ সাল পর্যন্ত বিশ্বের অন্তত ১০৮ দেশে মৃত্যুদণ্ড আইন বিলুপ্ত হয়েছে। সিয়েরা লিওনের প্রেসিডেন্ট জুলিয়াস মাদা বাও শিগগিরই এ বিলে স্বাক্ষর করবেন বলে আশা করা যাচ্ছে। প্রেসিডেন্টের স্বাক্ষরের পর বিলটি আইনে পরিণত হবে।
সিয়েরা লিওনে সর্বশেষ মৃত্যুদণ্ড দেওয়া হয় প্রায় ২০ বছর আগে। দেশটিতে ১৯৯৮ সালে সর্বশেষ মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল। উপনিবেশিক আমলের আইনে এতদিন মৃত্যুদণ্ডের মতো শাস্তি কার্যকর ছিল।
এর আগে আফ্রিকার আরও দুটি দেশ মৃত্যুদণ্ড আইন বাতিল করে। গত এপ্রিলে দক্ষিণ-পূর্ব আফ্রিকার মালাভি মৃত্যুদণ্ড আইন বিলুপ্তের ঘোষণা দেয়। মধ্য আফ্রিকার দেশ চাদও একই ধরনের সিদ্ধান্ত নেয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct