আপনজন ডেস্ক: ১৬৫ রানের লক্ষ্য এখনকার টি-টোয়েন্টিতে খুব কঠিন কিছু না। সেই রানের লক্ষ্যে খেলতে নেমে শ্রীলঙ্কা ১৩ ওভার শেষে যখন ৪ উইকেটে ৯০ রান তুলে ফেলেছিল, মনে হচ্ছিল ম্যাচটা হাত ছাড়া হয়ে যাবে ভারতের। কিন্তু শেষ পর্যন্ত তা হলো না। ১১১ থেকে ১২৬-এই ১৫ রানের মধ্যে শেষ ৬ উইকেট হারাল লঙ্কানরা। ৩৮ রানের জয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করল ভারত।
অথচ কলম্বোতে ভারতের শুরুটা হয়েছিল খুবই বাজে ভাবে। প্রথম বলেই পৃথ্বী শর উইকেট হারানো ভারতকে লড়ার মতো রান এনে দেন মূলত শিখর ধাওয়ান ও সুর্যকুমার যাদব। ৩৬ বলে ১ ছক্কা ও ৪ চারে ৪৬ রান করেন এই সিরিজে ভারতের অধিনায়ক ধাওয়ান। ৩৪ বলে ২ ছক্কা ও ৫ চারে ৫০ রান আসে সুর্যকুমারের ব্যাট থেকে। তৃতীয় উইকেটে ধাওয়ান ও সুর্যকুমার মিলে গড়েন ৪৯ বলে ৬২ রানের জুটি। শেষ দিকে নেমে ইশান কিষান ১৪ বলে করেন অপরাজিত ২০ রান। ২০ ওভার শেষে ভারতের রান দাঁড়ায় ৫ উইকেটে ১৬৪।
বে বড় ধসটা শুরু হয় চারিথ আসালঙ্কার বিদায়ে। অন্য ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মধ্যে একাই লড়ছিলেন আসালঙ্কা। কিন্তু তাঁর ২৬ বলে ৪৪ রানের ঝোড়ো ইনিংসটা শেষ হয় দীপক চাহারের বলে, পৃথ্বী শর হাতে ক্যাচ দিয়ে।
এরপর ১৫ রানের মধ্যে বাকি সব ব্যাটসম্যান আউট হয়ে গেলেন। হতাশা নিয়ে মাঠ ছাড়ল শ্রীলঙ্কা, ভারতের মুখে জয়ের হাসি। ওয়ানডে সিরিজ জয়ের পর টি-টোয়েন্টিতেও জয় দিয়েই শুরু করল মূল দলের অনেক খেলোয়াড়কে বিশ্রামে রাখা ভারত। ৩.৩ ওভার বল করে মাত্র ২২ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন ভুবনেশর কুমার।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct