আপনজন ডেস্ক: ইসরায়েলি একটি স্পাইওয়্যার ব্যবহার করে বিশ্বের নামী দামি ব্যক্তিদের স্মার্টফোনে আড়িপাতার ঘটনা ফাঁস হয়েছে। ইসরায়েলি কোম্পানি এনএসও গ্রুপের তৈরি করা সফটওয়্যার ‘পেগাসাস' ব্যবহার করে এই আড়িপাতার ঘটনা ঘটেছে। সাংবাদিক, মানবাধিকারকর্মী, আইনজীবী, নামী ব্যাক্তিত্বদের ওপরও আড়িপাতা হয়েছে। আড়িপাতার সম্ভাব্য নিশানায় থাকা হাজারো ফোন নম্বরের ফাঁস হওয়া তালিকায় ভারতের ৪০ জনের বেশি সাংবাদিক রয়েছেন।এই তালিকায় ‘দ্য ওয়্যার'-এর সাংবাদিক রয়েছেন, যিনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ছেলের ব্যবসা নিয়ে অনুসন্ধানী খবর করেছিলেন। ফাঁস হওয়া ফোন নম্বরের তালিকায় তাঁদের দুজন প্রতিষ্ঠাতা সম্পাদক রয়েছেন। এ ছাড়া রয়েছেন একজন কূটনীতিক সম্পাদক ও দু'জন নিয়মিত প্রদায়ক। তাঁদের মধ্যে রয়েছেন রোহিনী সিং। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ছেলে জয় শাহ ও ব্যবসায়ী নিখিল মার্চেন্টের ব্যবসা নিয়ে একের পর এক অনুসন্ধানী খবর খবর করেছিলেন রোহিনী সিং। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত নিখিল। এ ছাড়া কেন্দ্রীয় মন্ত্রী পীযুষ গোয়েলের সন্দেহজনক লেনদেন নিয়েও অনুসন্ধান করেছিলেন রোহিনী সিং। দ্য ওয়্যার বলছে, এ ঘটনার পরই রোহিনী সিংকে আড়িপাতার জন্য নিশানা করা হয়। রোহিনী সিং নিজেও টুইট করে বলেন, ' জয় শাহ ও নিখিল মার্চেন্টকে নিয়ে খবর করার পর এবং পীযুষ গোয়েলের সন্দেহজনক লেনদেন নিয়ে অনুসন্ধানকালে পেগাসাস দিয়ে আমাকে নিশানা করা হয়েছে। '
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct