এহসানুল হক, বসিরহাট: স্কুলে উচ্চমাধ্যমিকে পরীক্ষার্থী ছিল ২৩৯ জন ছাত্রী। তার মধ্যে ৬৫ জন ফেল। উচ্চ মাধ্যমিকের ফলাফল হাতে পাওয়ার পর প্রতিবাদে টাকী রোড অবরোধ করলেন পড়ুয়ারা। বসিরহাটের টাকীর ঘটনা।বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে এবছরের উচ্চ মাধ্যমিকের ফলাফল। টাকী ষষ্ঠিবর লালমাধভ গার্লস হাইস্কুল থেকে এবার উচ্চ মাধ্যমিকে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২৩৯ জন। ফল প্রকাশের পর দেখা যাচ্ছে ওইসব পরীক্ষার্থীদের মধ্যে ৬৫ জনই ফেল করেছেন। এতেই তুঙ্গে পড়ুয়াদের ক্ষোভ।বৃহস্পতিবার এনিয়ে অনেকেই স্কুলে গিয়ে ফেলের কারণ জানতে চান। তার কোনও সদুত্তর না পেয়েই চলে যান শুক্রবার এগারোটা নাগাদ টাকী সড়কে। টাকী থুবার মোড়ে বাস স্ট্যান্ডের কাছে পড়ুায়ারা টাকী সড়ক অবরোধ করে দেন। এতে প্রবল যানজট সৃষ্টি হয় এলাকায়। পরেই হাসনাবাদ থানার পুলিশ এসে অবরোধ তুলে দেয়।।যদিও ঘটনাস্থলে পুলিশ আসলেও প্রথমদিকে বিক্ষোভ তুলতে পারেনি। ছাত্রীদের দাবী আমাদের পাশ করাতে হবেই নইলে অবরোধ চলবে।
প্রায় ঘন্টা খানিক চলার পর স্কুলের হেড মিস্ট্রেসকে ঘিরে ধরে পাশ করিয়ে দেবার দাবি তোলে। অবশেষে স্কুলের প্রধান শিক্ষিকা বলেন, কাউনসিলে কথা বলব, পেপারস দেখাব তারপর দেখব কি হয়, কিন্তু ছাত্রীরা তাদের দাবীতে অনড়। অবশেষে হেডমিস্ট্রেস মনীষা মুখার্জি কাউন্সিলের সাথে কথা বলে আশ্বস্ত করলে বিক্ষোভ উঠে যায়।
প্রিয়া সহ একাধিক ছাত্রী বলেন বিভিন্ন স্কুলের ছাত্রীরা পাস করেছে কিন্তু আমাদের স্কুলে প্রায় ৬৬ জন ফেল করেছি। আমরা চাই অবিলম্বে আমাদের পাস করানো হোক। পরীক্ষার ক্ষেত্রে প্রশ্ন করা হলে তারা বলেন,আমরা যদি পরীক্ষা দিই তাহলে সবাইকে পরীক্ষা দিতে হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct