কথা
নীরা সাহা
___________
চাইছিল মন কথার পিষ্ট
আসুক নাহয় কথা
তবুও বলা হলো না কিছুই
থাকলো নিরবতা।
বাক্য গুলো যখন এসে
দাঁড়ালো ভিড় করে
আনমনে মন হারিয়ে গেছে
অনেক পুরনো কথার ভিড়ে।
আজ মনে হয়, থাক না সেসব
প্রতিবাদী আলাপচারিতা!
নিরাভিমান থাকুক না এ মন
রচনা হোক এক কবিতা’।
অন্তরে যে আজও আছে
অন্তর তর করে
থাক সে তার আনন্দসভায়
গভীর হৃদয় পরে।
শব্দগুলো না হয় রইল
অগোছালো, আনমনে
আসা যাওয়া চলুক ওদের
আপন মনে প্রাণে।
চাইছিল মন কথার পিষ্ট
আসুক না হয় কথা
তবুও বলা হলো না কিছুই
থাকলো নীরবতা।।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct