দেবাশিস পাল, মালদা: উচ্চমাধ্যমিকে পাশ করানোর দাবি তুলে স্কুলে তালা মেরে রাজ্য সড়ক অবরোধ ছাত্রীদের। ঘটনাস্থলে পুলিশ। মালদা নালাগোলা রাজ্য সড়ক অবরোধে বুলবুলচন্ডী আর এন রায় গার্লস হাইস্কুলের ছাত্রীরা। বুলবুলচন্ডী পুরাতন বাস ষ্টান্ডে পথ অবরোধ করে বিক্ষোভ। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অনুত্তীর্ণ এই স্কুলের অর্ধেক ছাত্রী। গতকাল বিকেলেও জেলা বিদ্যালয় পরিদর্শকের অফিসের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হয়েচিলো ক্ষুব্ধ পড়ুয়ারা।
শনিবার আবারো পথ অবোধ করে বিক্ষোভ দেখাতে থাকে। বুলবুলচন্ডী আর এন রায় গার্লস হাইস্কুলের বিক্ষোভকারী ছাত্রীদে সঙ্গে আলোচনা করেন জেলা বিদ্যালয় পরিদর্শক উদয়ন ভৌমিক। তিনি জানিয়ে ছিলেন আগামী সোমবার কলকাতায় স্কুল কর্তৃপক্ষকে যাওয়ার কথা বলা হয়েছে।
উল্লেখ্য, স্কুলের ১৮৩ জন এবার উচ্চমাধ্যমিক পরীক্ষায় বসে। এর মধ্যে পাস করেছে ৯০ জন ছাত্রী। এক ছাত্রী জানিয়েছে আমাদের স্কুলের অধেক ছাত্রীকে অণুত্তীর্ণ করানো হয়েছে আমার কলেজে ভর্তি হতে পারবো না আমাদের ভবিষ্যৎ নষ্ট করছে স্কুল কর্ত্তীপক্ষ আমাদের রেজাল্ট অনুত্তীর্ণ করানোর জন্য আজ মালদা নালাগোলা রাজ্যে সড়ক অবোধ করেছি যদি এতে আমাদের কথা না শোনা হয় আগামিতে উচ্চ পদস্থ আধিকারিকের কাছে যাব। অনুত্তীর্ণ পরীক্ষার্থীদের এই অবরোধ বিক্ষোভের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct