বাবলু প্রামাণিক, সোনারপুর: ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে রাজ্য তথা দেশ তোলপাড় হয়েছিল কসবা কান্ড নিয়ে। এবার তার অন্য প্রতিপালন সরকারি নির্দেশ মতো ভ্যাকসিন কেন্দ্রগুলি যেখানে হবে সেখানে স্থান স্বাস্থ্য দপ্তরে তুলতে হবে কসবার কাণ্ডের পর নড়েচড়ে বসে ছিল প্রশাসন। এবার আবারো সরকারি নির্দেশ কে বুড়ো আঙুল দেখিয়ে স্বাস্থ্য দপ্তরের এক কর্মী ৩০০ ও ৪০০ টাকার বিনিময়ে ভ্যাকসিন দেওয়া হতো। গোপন সূত্রে খবর পেয়ে সোনারপুর থানার প্রশাসনের তৎপরতায় গ্রেফতার করা হলো মিঠুন মন্ডল নামে এক ব্যাক্তি। তিনি স্বাস্থ্য দপ্তরের কর্মী বলে জানা গিয়েছে। ডায়মন্ডহারবার পঞ্চগ্রাম প্রাইমারী হেলথ সেন্টারের ফার্মাসিস্ট। তিনি মশাট সাবসেন্টারের ভ্যাক্সিন কো-অর্ডিনেটর ছিলেন তিনি।
সোনারপুরে বিভিন্ন ক্যাম্প করে একাধিক জায়গায় ভ্যাকসিন দিয়েছেন। জানা গিয়েছে এখনও পর্যন্ত ৩০/৪০ জন ভ্যাক্সিন নিয়েছেন তার কাছ থেকে। এর বিনিময়ে টাকাও নিয়েছেন। কারোর কাছ থেকে ৩০০, ৪০০ করে নিয়েছেন বলে অভিযোগ। যারা ভ্যাকসিন নিয়েছেন তারা কয়েকজন ম্যাসেজ পেলেও সবাই পাইনি বলে অভিযোগ। উদ্ধার হওয়া ভ্যাক্সিন আসল কিনা তা জানতে ইতিমধ্যে স্বাস্থ্যদপ্তরের সাথে যোগাযোগ করেছে পুলিশ। এরসাথে স্বাস্থ্য দপ্তরের কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct