মঞ্জুর মোল্লা, নদিয়া: এ বছর উচ্চমাধ্যমিকে ছাত্র-ছাত্রীদেএকই স্কুলে৭২ জন পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিকে ফেল,স্কুল ফেরাও করে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ।তাদের দাবি ভালো নম্বর দিয়ে তাদের উত্তীর্ণ করাতে হবে। ঘটনাটি নদীয়ার শান্তিপুর থানার বাগআঁচড়া হাই স্কুলের। উল্লেখ্য এ’বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল এ’দিন আগে প্রকাশিত হয়েছে যেখানে ফেলের হার খুবই কম। তবুও একই স্কুল থেকে ৭২ জন পরীক্ষার্থী ফেল করা নিয়ে ইতি মধ্যে প্রশ্ন উঠেছে। উল্লেখ্য বাগআচড়া উচ্চ বিদ্যালয় এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা১৮০ জন। কিন্তু ফল প্রকাশিত হওয়ার পর দেখা গেছে৭২ জন পরীক্ষার্থী অনুত্তীর্ণ। সেই কারণেই এদিন স্কুল ঘেরাও করে বিক্ষোভ দেখায় ছাত্রছাত্রীরা। তাদের দাবি কাউন্সিলের কোথাও গাফিলতির জন্যই এই ফলাফল। তার কারণ মাধ্যমিক এবং একাদশ শ্রেণিতে তারা নিয়মিতভাবেই পাস করেছে।
কিন্তু যেভাবে পাশের হার গোটা রাজ্য জুড়ে সেই নিরিখে একই স্কুলে ৭২ জন ফেল তারা কিছুতেই মেনে নিতে পারছে না। তাদের দাবি অবিলম্বে ভালো নাম্বার দিয়ে তাদের পাশ করাতে হবে। এবিষয়ে বাগআচড়া হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দীপঙ্কর চক্রবর্তী বলেন, ইতিমধ্যেই আমরা কাউন্সিলের সঙ্গে কথা বলেছি। আশা করছি কোন একটা সমাধান নিশ্চয়ই বের হবে। গোটা বিষয় নিয়ে কার্যত স্কুলের ভিতর বেশ কিছুক্ষণ ছাত্র ছাত্রীদের বিক্ষোভোর মুখে পড়তে হয় শিক্ষকদের। তাদের দাবি যেভাবে অন্য ছাত্রদেরকে পাশ করিয়েছে ঠিক সেইভাবেই আমাদেরকে ভালো নম্বর দিয়ে পাস করাতে হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct