এম মেহেদী সানি, স্বরূপনগর: উত্তর ২৪ পরগণা জেলার স্বরূপনগরের অনন্যা মণ্ডল এবছর মাধ্যমিকে রাজ্যের মধ্যে প্রথম স্থান অধিকার করে নজির গড়ল এলাকায়। করোনা পরিস্থিতিতে এ বছর অনুষ্ঠিত হয়নি মাধ্যমিক পরীক্ষা। পূর্বের ফলাফলের ভিত্তিতে মাধ্যমিক পরীক্ষার মূল্যায়ণ করা হয়েছে। তাতেই ভালা ফল করেছে মালঙ্গপাড়া কে.সি.বি ইনস্টিটিউশনের ছাত্রী অনন্যা। এবছর মাধ্যমিক পরীক্ষায় ৬৯৭ নম্বর পেয়ে প্রথম স্থানে রয়েছেন ৭৯ জন। তাদের মধ্যে অনন্যা মণ্ডল অন্যতম একজন।
ছোটো থেকেই অনন্যা অত্যন্ত মেধাবী ছাত্রী হিসাবে এলাকায় বেশ সুপরিচিত। পঞ্চম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত বরাবরই সে প্রথম স্থান অধিকার করেছিল। এখন তার স্বপ্ন উচ্চমাধ্যমিকে বিজ্ঞান নিয়ে পড়াশোনা করে চিকিৎসক হওয়া। আর ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিটের জন্যে এখন থেকেই প্রস্তুতি শুরু করেছেন অনন্যা। পড়াশোনার পাশাপাশি নাচ, অঙ্কন ও ক্যুইজ প্রতিযোগিতায় এলাকায় একাধিকবার তার দক্ষতার পরিচয় দিয়েছে। উল্লেখ্য, অনন্যা মণ্ডল বাংলায় ৯৯ , ইংরেজিতে ৯৯ , অংকে ১০০, ভৌত বিজ্ঞানে ১০০, জীববিজ্ঞানে ১০০ , ইতিহাসে ৯৯ এবং ভুগোলে ১০০ পেয়েছে। এই সাফল্যে খুব খুশি হলেও পরীক্ষার মাধ্যমে তার এই সাফল্য এলে সে আরও খুশি হত বলে অনন্যা জানিয়েছে। অনন্যার মন্তব্য-এই সাফল্যের পিছনে সমস্ত শিক্ষক-শিক্ষিকা এবং তারর বাবা মায়ের ভূমিকা অনস্বীকার্য।
বাবা মোশারফ হোসেন ও মা আরনিকা মণ্ডল বসিরহাট কোর্টের বিশিষ্ট আইনজীবী। অনন্যা তাঁদের একমাত্র সন্তান। অনন্যার সাফল্যে পরিবারে খুশির হওয়া বইছে। যদিও করোনা পরিস্থিতিতে পড়াশোনা ব্যাহত হওয়ায় চিন্তায় রয়েছেন বাবা-মা। সাফল্যের স্বীকৃতি স্বরূপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। স্বরূপনগরের বিডিও, স্বরূপনগরের বিধায়ক বীণা মন্ডল, স্বরূপনগর পঞ্চায়েত সমিতির সভাপতি সঙ্গীতা কর এবং বেঙ্গল এডুকেশন ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের পক্ষ থেকে এদিন অনন্যার বাড়িতে গিয়ে শুভেচ্ছা জানানো হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct