আপনজন ডেস্ক: একের পর এক বন্দুকবাজদের হামলায় আতঙ্ক সৃষ্টি হচ্ছে আমেরিকা জুড়ে। প্রায়শই শোনা যায় বন্দুকবাজদের দৌরাত্স্যের কথা। এবার খোদ মাার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনের একটি মেক্সিকান রেষ্টুরেন্টের সামনে এক বন্ধুকধারী এলোপাতাড়ি গুলি চালায়। এ ঘটনায় গুলিবিদ্ধ হন ২ জন। প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউজ থেকে মাত্র ১.৫ কিলোমিটার দূরে এই ঘটনা ঘটে।
বন্দুকধারী ওই ব্যক্তি ২০টিরও বেশি গুলি চালিয়ে গাড়িতে করে ওই ওলাকা থেকে পালিয়ে যায়।
পুলিশ প্রধান রবার্ট কন্টি জানান, গুলিবিদ্ধ ২ জনের মধ্যে একজনকে লক্ষ্য করে গুলি চালাতে পারে বন্দুকধারী। ঘটনাস্থলে পুলিশ দ্রুত পৌছাতে সক্ষম হয়েছে কারণ এরকম একটি ঘটনা ঘটতে পারে বলে তারা আগেই অনুমান করতে পেরেছিল।
স্থানীয় পুলিশের পরিসংখ্যান অনুযায়ী, দেশটিতে ২০১৮ সালের পর থেকে বন্দুক হামলা বেড়ে গেছে। শুধুমাত্র ২০২১ সালেই এরকম ৪৭১টি ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct