আপনজন ডেস্ক: উচ্চমাধ্যমিকের ফল প্রকাশের সময় উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস সর্বোচ্চ স্থানাধিকারীর ধর্ম পরিচয়ের কথা তুলে ধরায় বিতর্ক সৃষ্টি হয়েছে। অনেকে একদিকে মুসলিমদের সাফল্য অন্যদিকে প্রকৃতপক্ষে মুসলিম সম্প্রদায়কে অবজ্ঞা করা হয়েছে বলে সমালোচনায় মুখর হয়েছেন। উল্লেখ্য, উচ্চমাধ্যমিক ফল প্রকাশের সময় সংসদ সভাপতি মহুয়া দাস বলেছিলেন, এবারের উচ্চমাধ্যমিকে এককভাবে সর্বোচ্চ নম্বর পেয়েছে মুর্শিদাবাদের এক মুসলিম মেয়ে। তার নাম রুমানা সুলতানা পরে বলেন।
আর তাতেই যত সমালোচনার ঝড় বয়ে যায়। নাম বলার আগে তার ধর্ম পরিচয় প্রকাশ করা নিয়ে বিতর্কের মধ্যে পড়েন মহুয়া দাস। তবে কেন তিনি এধরনের কথা বলেছেন তা খেলসা করে জানিয়ে দিয়েছেন শুক্রবার। মহুয়া দাস রুমানা সুলতানার মধ্যে বেগম রোকেয়া শাখাওয়াতের ছায়া দেখতে পেয়েছেন।
এ ্প্রসঙ্গে শুক্রবার মহুয়া দাস বলেন, ফল প্রকাশের ক্ষেত্রে পরীক্ষার্থীর ধর্ম পরিচয় তুলে ধরার কোনও উদ্দেশ্যে ছিল না। আবেগ থামাতে না পারায় সম্প্রদায়ের পরিচয়ের কথাই মুখ থেকে বেরিয়ে এসেছে।
রুমানা সুলতানাকে শিক্ষা রত্ন বলে অভিহিত করে মহুয়া দাস বলেন, এ যুগের বেগম রোকেয়া শাখাওয়াত হোসেন বলে তাকে গৌরবান্বিত করেন, একথা স্বীকার করতে দ্বিধাবোধ করেননি মহুয়া দাস। তাই তিনি অকপটে বলেছেন, ফল প্রকাশের সময় রুমানা সুলতানার মতো পিছিয়ে পড়া সংখ্যালঘু সমাজের মধ্য থেকে এগিয়ে আসা মেয়েকে দেখে বেগম রোকেয়ার কথা মনে পড়ে গিয়েছে। সংখ্যালঘু সমাজে নারী শিক্ষা জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার যে অবদান রয়েছে তার সঙ্গে রুমানাকে তুলনা টেনে গৌরব ভাগ করে নেওয়ার উদ্দেশ্যেই তার ধর্মপরিচয় প্রকাশ বলে জানান তিনি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct