অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট: শিশু সুরক্ষায় ব্লক স্তরীয় শিশু সুরক্ষা কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হলো কুমারগঞ্জ ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক এর দপ্তরে। এদিনের আলোচনা সভায় চেয়ারম্যান হিসাবে কুমারগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি জ্যোস্না ঘোষ আসন গ্রহণ করেন ও সভা শুরু করা হয়। সভায় মেম্বার সেক্রেটারি (ব্লক চাইল্ড প্রটেকশন কমিটি) পক্ষে বিডিও ছেওয়াং তামাং বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন শিশু সুরক্ষা, বাল্য বিবাহ, শিশু পাচার প্রতিরোধ, শিশু শ্রম বন্ধ করতে হবে। তার জন্য প্রতি তিন মাসে এক বার করে বিএলসিপিসি মিটিং করা হবে।প্রতি মাসে একবার গ্রাম সংসদ ভিত্তিক মিটিং করতে হবে। তার জন্য গ্রাম পঞ্চায়েতে জরুরী ভিত্তিক আলোচনা সভা করার জন্য গ্রাম পঞ্চায়েত প্রধান দের নিকট আবেদন করেন। ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক এর পাশাপাশি বাল্য বিবাহ প্রতিরোধ ও শিশু পাচার প্রতিরোধ বিষয়ে আলোচনা করেন কুমারগঞ্জ থানার আইসি সুজয় ব্যানার্জী।এদিনের আলোচনা সভায় কুমারগঞ্জ ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক ও কুমারগঞ্জ থানার আইসি ছাড়াও উপস্থিত ছিলেন,কুমারগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি জ্যোস্না ঘোষ, সিডিপিও তপন বিশ্বাস, স্বাস্থ্য দপ্তরের পক্ষে সোমা নাগ, মধ্যরামকৃষ্ণপুর গ্রামীণ উন্নয়ন সমিতির সম্পাদক মিজানুর রহমান, সমিতি এডুকেশন অফিসার মৃত্যুঞ্জয় মন্ডল, কন্যাশ্রী ডাটা ম্যানেজার অমিত কর্মকার ,গ্রাম পঞ্চায়েত প্রধান, প্যারালিগ্যাল ভলান্টিয়ার, ভিলেজ রিসোর্স পারসন , আইএজি ভলান্টিয়ার প্রমুখরা উপস্থিত ছিলেন।
এবিষয়ে কুমারগঞ্জ ব্লকের বিডিও চ্ছেওয়াং তামাং আরো জানান, আগামী তিন মাসের মধ্যে গ্রাম পঞ্চায়েত গুলিতে ভিএলসিপিসি মেম্বারদের সঙ্গে মিটিং করে, সমস্ত ১১৮ গ্রাম সংসদ ভিত্তিক ভিএলসিপিসি সদস্য দের সঙ্গে মিটিং করা হবে এবং এলাকার পুরোহিত ও মুসলিম কাজীদের সঙ্গে মিটিং করা হবে, যাতে একটিও বাল্যবিবাহ না হয়। পাশাপাশি একটিও শিশু হারিয়ে না যায়, তার প্রচার প্রসার ও এলাকায় সচেতনতা মূলক শিবির করা হবে এবং নেশামুক্ত সমাজ গড়ার লক্ষ্যে কাজ করা হবে। যুব সমাজ কে সচেতন করার জন্য ও তাদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য গ্রাম সংসদ ভিত্তিক খেলাধুলার অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে কাজ করা হবে।
প্রতিযোগিতা মূলক কাবাডি, ফুডবল, ভলিবল, ক্রিকেট ও অন্যান্য খেলা গুলিকে গ্রাম পঞ্চায়েত স্তরে প্রতিযোগিতা করে ব্লকে গ্রাম পঞ্চায়েত ভিত্তিক প্রতিযোগিতা মূলক খেলাধুলা করিয়ে জেলাতে যাহাতে ভালো ফল করতে পারে, তার উদ্যোগ নেওয়া হবে।যাহাতে এই কোভিড এর সময়ে যুব সমাজ কে নেশার আগ্রাসনে বসিভূত না করে বলেই বিডিও জানান।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct