রাকিবুল ইসলাম, বহরমপুর: ঈদ উপলক্ষে লালবাগে ঘুরতে যাওয়ার সময় পথ দুর্ঘটনায় এক কিশোরের মৃত্যুতে চিকিৎসার গাফলতির অভিযোগ উঠল মুর্শিদাবাদ মেডিকেল কলেজের কর্মরত চিকিৎসকদের বিরুদ্ধে। মুর্শিদাবাদের নবগ্রাম থানার ইটাসরান গ্রামের বাসিন্দা ওই দুই কিশোর৷ বৃহস্পতিবার সকালে দুই কিশোর চলমান গাড়ি করে লালবাগে ঘুরতে যাওয়ার সময় হঠাৎই গারি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়৷ ঘটনার জেরে দুই কিশোর গুরুতর আহত হয়৷ স্থানীয়দের তৎপরতায় দুই কিশোরকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ভর্তি করা হয়। অভিযোগ চিকিৎসার গাফলতিতে মিনারুল সেখ নামে এক কিশোরের মৃত্যু হয়।
ঘটনার পর থেকেই আহতদের কোনো রকম চিকিৎসা না করে ফেলে রাখা হয় বলে অভিযোগ করেন মৃতের বাবা সমিরুদ্দিন সেখ। অপরদিকে গুরুতর আহত এক কিশোর হাসপাতালে চিকিৎসাধীন। আশঙ্খাজন অবস্থা থাকলেও তাকেও ঠিক মতো চিকিৎসা পরিষেবা না দেওয়ার অভিযোগ উঠে হাসপাতালের চিকিৎসকদের বিরুদ্ধে৷ এদিন ঘটনায় ব্যাপক চ্যাঞ্চল্য ছড়ায় হাসাপাতাল চত্বরে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে বহরমপুর থানার পুলিশ গিয়ে পরিস্ততি নিয়ন্ত্রনে আনে৷ ঘটনার জেরে কর্মরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ করে মৃতের পরিবারের লোকজন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct