আপনজন ডেস্ক: তালিবান বিদ্রোহীরা আফগানিস্তানের প্রায় অর্ধেক জেলা কেন্দ্র নিয়ন্ত্রণ করছে বলে মন্তব্য করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ জেনারেল মার্ক মিলি। দেশটির ৪১৯টি জেলার মধ্যে ২০০টিই তালিবানদের দখলে। এর আগে গত মাসে তিনি জানিয়েছিলেন, ৮১টি জেলা দখলে নিয়েছে এই বিদ্রোহী গোষ্ঠীটি।
বুধবার জেনারেল মিলি বলেছেন, ‘এখনো কোনো প্রাদেশিক রাজধানী তালেবানের দখলে না গেলেও এগুলোর সীমানায় তারা চাপ বাড়াচ্ছে।’ এছাড়া দোহায় আফগান-তালিবান আলোচনায় যুদ্ধবিরতির সিদ্ধান্ত নিতে পারেনি দুই পক্ষ। এরপরই ১৫টি কূটনৈতিক মিশন ও আফগানিস্তানে ন্যাটোর প্রতিনিধি তালিবানদের প্রতি আক্রমণ বন্ধ রাখার আহ্বান জানিয়েছেন। এদিকে তালিবানের বিরুদ্ধে আফগানিস্তানের ২৯টি প্রদেশে সরকারি ভবন ধ্বংসের অভিযোগ তুলেছে দেশটির সরকার। তবে এ অভিযোগ অস্বীকার করেছে তালেবান। আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা আসার পর থেকে সেখানে নিরাপত্তাহীনতা বাড়ছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct